মুম্বই: একটি দল ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন। আরেকটি দল এবারই প্রথমবার টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেছে। কিন্তু প্রথম দলের তুলনায় দ্বিতীয় দল টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের পারফরম্যান্সে বেগ দিচ্ছে প্রত্যেক দলকেই। এখনও পর্যন্ত অপরাজিত হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স (Gujrat Titans)। অন্যদিকে কেন উইলিয়ামসনের নেতৃত্বে তিন ম্য়াচ খেলার পর সানরাইজার্সের ঝুলিতে মাত্র একটি জয়। শেষ ম্য়াচে সিএসকেকে হারিয়েছে তারা। আজ হার্দিক বনাম কেন পরস্পর মুখোমুখি। ২ দলেই তারকা ক্রিকেটারের ছড়়াছড়ি। এই পরিস্থিতিতে প্রথম একাদশ কেমন হতে পারে ২ দলের একনজরে দেখে নেওয়া যাক
গুজরাত টাইটান্স
ম্যাথু ওয়েড, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পাণ্ড্য, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি, দর্শন নলকান্ডে
সানরাইজার্স হায়দরাবাদ
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিংহ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো ইয়েনসন, উমরান মালিক, টি নটরাজন
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেট জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স তাদের শেষ ম্যাচে। অভিষেক শর্মা ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। প্রথম দুটো ম্যাচে হারের পর নিজেদের মিডল অর্ডার নিয়ে চাপে পড়ে গিয়েছিল কেন উইলিয়ামসনের দল। কিন্তু অভিষেক ও রাহুল ত্রিপাঠীর ফর্মে ফের কিছুটা আশা জোগাবে তাদের। যদিও ক্যাপ্টেন কেনের থেকে এখনও বড় ইনিংস পাওয়া যায়নি।