মুম্বই: আইপিএলে (IPL) নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে স্বস্বিতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবির। কারণ, প্র্যাক্টিসে নেমে পড়লেন তারকা ব্যাটার। শনিবার রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তার আগে নেটে নেমে পড়লেন বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।


পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই মুম্বইয়ের হয়ে এ মরসুমে নিজের প্রথম অনুশীলন সেশনে নেমেছেন সূর্যকুমার। এতদিন আঙুলের চোটের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছিলেন সূর্য। সেই প্রক্রিয়া শেষেই মুম্বইয়ের শিবিরে যোগ দিয়েছেন তিনি। সূর্যর দলে যোগ দেওয়ার পরে এক বিবৃতিতে মুম্বইয়ের তরফে জানানো হয়, ‘বাধ্যতামূলক নিভৃতবাস পূরণ করে সূর্যকুমার যাদব দলের সঙ্গে যোগ দিয়েছেন।’


হাতের হাড়ে চির ধরা পড়েছিল সূর্যকুমারের। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, সূর্যকুমার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন। দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। মুম্বইয়ের প্ৰথম ম্যাচে বিধ্বংসী ব্যাটার খেলতে পারেননি। বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে আইপিএলের প্ৰথম ম্যাচ খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।


গত চার বছর ধরে সূর্যকুমার যাদব মুম্বইয়ের ব্যাটিংয়েট স্তম্ভ হয়ে উঠেছেন। আইপিএল নিলামের আগে মুম্বইয়ের মত তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি নিলামের টেবিলে না তুলে ধরে রেখেছিল তারকা মিডল অর্ডার ব্যাটারকে। ঈশান কিষান, হার্দিক পাণ্ড্যদের ছেড়ে দিলেও মুম্বই রিটেন করে সূর্যকুমার যাদবকে। কিষানকে পরে মুম্বই ইন্ডিয়ান্সও নিলাম থেকে রেকর্ড অর্থ খরচ করে কিনে নেয়। অন্যদিকে, হার্দিক গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হয়েছেন।


ঘটনা হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুদিন আগেই টি-২০ সিরিজের সেরা হয়েছিলেন সূর্যকুমার। এমন তারকাকে বেশি সংখ্যক ম্যাচে বাইরে রেখে খেলা মুম্বইয়ের পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে পুরো টুর্নামেন্টের কথা মাথায় রেখে শুরুতেই আধাফিট সূর্যকে খেলানোর ঝুঁকি নেয়নি রোহিত শর্মার মুম্বই। আইপিএলের দ্বিতীয় ম্যাচের আগেই সূর্যকুমার ফিট হয়ে উঠেছেন। বোর্ডের এক কর্তা বলেছেন, “দ্বিতীয় ম্যাচের আগে সূর্যকুমার ১০০ শতাংশ ম্যাচ ফিট হয়ে যাবে।”


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। তার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তো খেলতে পারেনইনি, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মরসুমের প্রথম ম্যাচেও নামা হয়নি তারকা ব্যাটারের। তবে অবশেষে মুম্বইয়ের হয়ে অনুশীলনে নেমে পড়লেন সূর্য।