মুম্বই: মরণ-বাঁচন ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স (KKR)। বেঙ্কটেশ আইয়ারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড়। আইপিএলের (IPL) সেরা সব খবর এক ঝলকে।


কেকেআরের জয়


তাঁকে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়। সোনালি-বেগুনি জার্সিতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেন। কিন্তু প্রথম একাদশে সেভাবে জায়গা পান না। অধিনায়ক অনায়াসে বলে দেন, তিনিই নাকি দলের সবচেয়ে বড় প্র্যাঙ্কস্টার!


রিঙ্কু সিংহ সোমবার প্রমাণ করলেন, তিনি ক্রিকেটও খেলতে পারেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যখন তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেন, ৪৩ বলে ৬১ রান চাই কেকেআরের। ক্রিজে নেমে প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে চার মারেন রিঙ্কু। শেষ পর্যন্ত ২৩ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন রিঙ্কু। ৩৭ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন নীতিশ রানাও। রাজস্থান রয়্যালসের ১৫২/৫ স্কোর তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে সাত নম্বরে উঠে এল কেকেআর। বেঁচে রইল প্লে অফে ওঠার স্বপ্নও।


প্রশ্নের মুখে দল নির্বাচন


গত আইপিএলের (IPL) আবিষ্কার বলা হতো তাঁকে। কলকাতা নাইট রাইডার্সকে (KKR) দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে আইপিএলের ফাইনালে তুলতে প্রধান ভূমিকা নিয়েছিলেন। বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও। তাঁকে এবারও নিলামের আগেই রিটেন করেছিল কেকেআর।


কিন্তু খারাপ ফর্মের জন্য সেই আইয়ার নাইটদের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন। যা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। অনেকে লিখেছেন, গতবার ১০ ম্যাচ লেগেছিল আইয়ারকে রিটেন করা হবে কি না সিদ্ধান্ত নিতে। আর এবার ৯ ম্যাচ পর বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। একজনের মন্তব্য, রাহুল ত্রিপাঠিকে ছেড়ে দিয়ে বরুণ ও বেঙ্কটেশকে রিটেন করেছিল কেকেআর, সেটা কি দুজনকেই বসানো হবে বলে! একজন লিখেছেন, ব্যাটিং অর্ডারে ওপর-নীচ করার পর বেঙ্কটেশ এবার বাইরে। কারও মন্তব্য, বেঙ্কিকে বসানো হল। যেন বাকিরা প্রচুর রান করছিল।


রেকর্ড রুতুরাজের


রবিবার রাতে চেন্নাই সুপার কিংস দলের হয়ে অনবদ্য ফর্মে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলের হয়ে দুরন্ত শুরু করেন তিনি। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করেন। তবে সেই হতাশা কিছুটা হলেও যেন মুছে গেল কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে স্পর্শ করার মধ্যে দিয়ে। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০০ রান করার নজিরে সচিনকে স্পর্শ করলেন রুতুরাজ।


সানরাইজার্স হায়দরাবাদ দলের বিরুদ্ধে এই কীর্তি গড়লেন রুতুরাজ। মাত্র ৩১ টি ইনিংস খেলে তিনি পৌঁছে গেলেন ১০০০ রানে। ম্যাচের ষষ্ঠ ওভারে হায়দরাবাদ দলের পেসার মার্কো জানসেনকে একটি ছয় মেরে নিজের আইপিএল কেরিয়ারের ১০০০ রান সম্পূর্ণ করেন তিনি। ২৫ বছর বয়সি এই ব্যাটার পুনের এমসিএ স্টেডিয়ামে অনবদ্য ফর্মে ছিলেন। তিনি ৫৭ বল খেলে করেন ৯৯ রান। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়।