মুম্বই: আইপিএলে জোড়া ম্যাচ রবিবার। দুরন্ত জয় গুজরাত টাইটান্সের। ঋদ্ধির অর্ধশতরানে চেন্নাই বধ হার্দিকের দলের। ২৪ তারিখ প্লে অফের ম্যাচ খেলতে ইডেনে আসছে গুজরাত টাইটান্স। দ্বিতীয় ম্যাচে লখনউ বধ রাজস্থান রয়্যালসের। দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস।
রাজস্থানের লখনউ বধ
১৭৯ রান তাড়়া করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে গেল লখনউ সুপারজায়ান্টসের ইনিংস। এদিন দলের ২ ফর্মে থাকা ওপেনার কুইন্টন ডি কক ও কে এল রাহুল কেউই রান পেলেন। শুরুতেই আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। আয়ুশ বাদোনিও রান পাননি এদিন। ক্রুণাল পাণ্ড্য ২৫ রান করে আউট হন। মার্কাস স্টোইনিস ২টো ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে পেরেন। মাঝে মরিয়া লড়াই করেছিলেন দীপক হুডা। ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৯ রান করে প্য়াভিলিয়নে ফেরেন তিনি। রাজস্থান বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ট্রেন্ট বোল্ট ও ওবেদ ম্যাকওয়ে। ১টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন। লখনউ সুপারজায়ান্টসকে ২৪ রানে হারিয়ে দিল সঢঞ্জু স্যামসনের দল। সেই সঙ্গে প্লে অফের দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল তারা। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে রাজস্থান।
ঋদ্ধির অপরাজিত ৬৭, গুজরাতের জয়
চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কলকাতায় পা রাখতে চলেছে গুজরাত টাইটান্স। আগেই প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এদিন ধোনির দলকে হারিয়ে ২৪ তারিখ ইডেনে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করে ফেলল হার্দিক পাণ্ড্যর দল। অপরাজিত অর্ধশতরান হাঁকালেন ঋদ্ধিমান সাহা। ৫ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলল গুজরাত। এদিকে ১৩ নম্বর ম্যাচ খেলে ৯টি হার দেখতে হল ধোনি বাহিনীকে। এবারের আইপিএলে ওপেনিংয়ে নেমে প্রতি ম্যাচেই গুজরাতের শুরুটা দারুণ করে দিচ্ছেন ঋদ্ধিমান। এদিনও তার ব্য়তিক্রম হল না। শুভমন গিল এদিন ব্যর্থ হলেও ঋদ্ধি ছিলেন শুরু থেকেই মারমুখী মেজাজে। পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগালেন পাপালি। অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল। ১৩৪ রান মাত্র। আর সেই রান তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারেই ৬০ রান বোর্ডে তুলে ফেলেছিল গুজরাত। গিল ১৭ বলে ১৮ রান করে ফিরে যান। তবে আটকানো যায়নি ঋদ্ধিমানকে। তিনি ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। ২০ রান করে ওয়েড ও ৭ রানে আউট হন হার্দিক। মিলার ১৫ রানে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত।
ছক্কার রেকর্ড এবারের আইপিএলে
এখনও পর্যন্ত আইপিএলে ২০১২ সালে ৭৩১টি ছক্কা এসেছিল। ২০২০ মরসুমের আইপিএলে ৭৩৪টি ছক্কা এসেছিল। ২০১৮ সালে আট দলের ক্রিকেটার মিলে মোট ছক্কা হাঁকিয়েছিলেন ৮৭২টি। ২০১৯ সালে মোট ছক্কা এসেছিল ৭৮৪টি। সেই সব মরসুমের রেকর্ডই ভেঙে গিয়েছে এরমধ্যেই। ১৪ মরসুমের মধ্যে এক মরসুমে সর্বাধিক ছক্কা এসেছিল ২০১৮ সালে। সেবার ৮৭২টি ছক্কা এসেছিল। এবার গুজরাত বনাম চেন্নাই ম্যাচের আগে পর্যন্তই ৮৭৩টি ছক্কা এসে গিয়েছিল।