মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দুঃস্বপ্ন কাটল না। রবিবার তাদের ৩৬ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। সেঞ্চুরি করে লখনউয়ের জয়ের নায়ক কে এল রাহুল। আইপিএলের সব খবরের ঝলক।


তিক্ত অভিজ্ঞতা


প্রায় তিন বছর পর, ২০১৯ সালের পর এই প্রথম ওয়াংখেড়েতে নামল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। কিন্তু ঘরের মাঠেও কপাল ফিরল না মুম্বই পল্টনের। টানা আট ম্যাচে হেরে আইপিএলে লজ্জার নজির গড়ল পাঁচবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে এখনও শূন্য মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে যাওয়ার আর কোনও সম্ভাবনা নেই।


রবিবার লখনউ সুপার জায়ান্টস (LSG) ৩৬ রানে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ১৬৮/৬। জবাবে ব্যাট করতে নেমে ১৩২/৮ স্কোরে আটকে গেল মুম্বই।


রাহুল-রাজ


আইপিএলে (IPL) তিনি এবার নতুন দলে। আর সেখানে শুধু ক্রিকেটার হিসাবে নয়। কে এল রাহুলের (KL Rahul) কাঁধে গুরুদায়িত্ব। লখনউ সুপার জায়ান্টস (LSG) অধিনায়ক করেছে তাঁকে। সেই দায়িত্ব যেন উপভোগ করছেন রাহুল। যার নমুনা রবিবার দেখল ওয়াংখেড়ে। মুম্বইয়ের বিরুদ্ধে ঝকঝকে সেঞ্চুরি করলেন রাহুল। তাঁর দাপটে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস তুলেছিল ১৬৮/৬। পনেরোতম আইপিএলে প্রথম ম্যাচ জিততে গেলে ১৬৯ রান করতে হতো রোহিত শর্মাদের। ৩৬ রান দূরে আটকে যান রোহিত শর্মারা।


বিরল উইকেট


মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের অষ্টম ওভার। লখনউ সুপার জায়ান্টসের ১৬৮/৬ তাড়া করতে নেমে তখন ব্যাট হাতে লড়াই করছেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। বল করতে এলেন রবি বিষ্ণোই। তাঁর প্রথম বলেই কাট করতে গেলেন ঈশান। কিন্তু বল তাঁর ব্যাটের নীচের দিকে লাগল। তারপরই সেটা গিয়ে ঠোক্কর খেল উইকেটকিপার কুইন্টন ডি'ককের জুতোর ডগায়। মাটি থেকে সামান্য উঁচুতে। বল ফের লাফিয়ে যায় প্রথম স্লিপে দাঁড়ানো জেসন হোল্ডারের হাতে। ক্যাচ ধরেন তিনি। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন ঈশানকে।


আরও পড়ুন: দুঃসময়ে কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারকে