মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) দুরন্ত বোলিং সামলে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স (GT)। শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ রাজস্থান রয়্যালসের। আইপিএলের (IPL) সারাদিনের সব খবর এক ঝলকে।


নাটকীয় শেষ ওভার


শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২২ রান। তার আগে উমরন মালিকের (Umran Malik) তাণ্ডব চলেছে। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) দুরন্ত হাফসেঞ্চুরির পরেও চাপে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। কেন উইলিয়ামসন বল তুলে দিলেন মার্কো জানসেনের হাতে।


পরের ৫ বলে উঠল যথাক্রমে ৬, ১, ৬, ০, ৬ ও ৬ রান। শেষ ওভারে ২৫ রান তুলে ম্যাচ জিতে নিল গুজরাত টাইটান্স। হায়দরাবাদকে হারিয়ে দিল ৫ উইকেটে। এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল গুজরাত। অবিশ্বাস্য ব্যাটিং রাহুল তেওয়াটিয়া ও রশিদ খানের। শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল গুজরাতের। শেষ বলে সেই লক্ষ্যপূরণ করে ফেলল হরায়দরাবাদ। শেষ ওভারে ৪টি ছক্কা মারলেন তেওয়াটিয়া ও রশিদ খান। ১১ বলে ৩১ রানে অপরাজিত রশিদ। তেওয়াটিয়া ২১ বলে অপরাজিত ৪০ রানে। ৫ উইকেটে জয়ী গুজরাত টাইটান্স।


আগুনে বোলিং উমরনের


বিধ্বংসী স্পেল উমরন মালিকের। ৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট নিলেন। যা দেখে ড্রেসিংরুমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল সানরাইজার্সের বোলিং গুরু ডেল স্টেইনের। তবু শেষ পর্যন্ত মাথা নীচু করে মাঠ ছাড়তে হল হায়দরাবাদ ক্রিকেটারদের।


প্রতিপক্ষ বোলিং লাইন আপে মহম্মদ শামির (Mohammed Shami) মতো বিশ্বের অন্যতম সেরা পেসার। রশিদ খানের (Rashid Khan) মতো টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। লকি ফার্গুসনের (Lockie Ferguson) মতো ধারাবাহিকভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করে যাওয়া পেসার।


প্র্যাক্টিসে মার্শ-সিফার্ট


আইপিএল (IPL) চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন। ফের করোনার ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত হয়ে যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। গতবারের স্মৃতি যে এখনও সকলের মনে টাটকা। গতবারও টুর্নামেন্ট চলাকালীন করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। স্থগিত করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। পরে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়।


তবে এবার স্বস্তি ফিরল। আইপিএলে। দিল্লি ক্যাপিটালস শিবিরেও (DC)। করোনাকে হারিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন দলের দুই বিদেশি তারকা। মিচেল মার্শ ও টিম সিফার্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল দিল্লি ক্যাপিটালস শিবির।


আসছেন কিংবদন্তির ভাই


তাঁর নেতৃত্বেই প্রথম আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অজানা, অখ্যাত বা স্বল্পখ্যাতদের নিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। প্রয়াত কিংবদন্তিকে তাই বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। আগামী ৩০ এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সঞ্জু স্যামসনদের ম্যাচ। তার আগে শেন ওয়ার্নকে বিশেষ সম্মান জানাবে রাজস্থান রয়্যালস।


সেদিন মাঠে উপস্থিত থাকার জন্য ওয়ার্নের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওয়ার্নের ভাই জেসন সেদিনের অনুষ্ঠানে মাঠে থাকার জন্য মুম্বইয়ে উড়ে আসবেন। 


কেকেআর ম্যাচের আগে স্বস্তি, করোনাকে হারিয়ে প্র্যাক্টিস শুরু দিল্লির দুই তারকার