মুম্বই: কলকাতা নাইট রাইডার্স (KKR) ৩ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ম্যাচের নায়ক বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আমেদ (Shahbaz Ahmed) ও আকাশ দীপ (Akash Deep)। চেন্নাইয়ের প্র্যাক্টিসে নেমে পড়লেন মঈন আলি (Moeen Ali)। আইপিএলের (IPL) সারাদিনের সব বড় খবর জেনে নিন এক ঝলকে।


৩ উইকেটে জয়ী আরসিবি


লড়াই করেও শেষরক্ষা হল না। লো স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে তিন উইকেটে হেরে গেল কলকাতা নাইট রাইডার্সে (KKR)। চলতি আইপিএলে (IPL) দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখলেন ফাফ ডুপ্লেসিরা।


আর আরসিবির জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার দুই ক্রিকেটার। আকাশ দীপ ও শাহবাজ আমেদ। আকাশ বল হাতে নিলেন ৩ উইকেট। ৬ নম্বরে ব্য়াট করতে নেমে ২০ বলে ২৭ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন শাহবাজ। ৪ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল আরসিবি।


প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে চার-ছক্কার প্লাবন দেখা গিয়েছিল নাইটদের ব্যাটে। বুধবার আইপিএলের (IPL 15) দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রানেই আটকে যায় কেকেআর (KKR)।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ১৭/৩ হয়ে গিয়েছিল আরসিবি। উমেশ যাদব দুটি ও টিম সাউদি একটি উইকেট নেন। ফিরে যান বিরাট কোহলিও। মাত্র ১২ রানে। সেখান থেকে ডেভিড উইলি ও শেরফেন রাদারফোর্ড পাল্টা লড়াই শুরু করেন। শাহবাজের ঝড় চাপ কাটিয়ে ভাল জায়গায় নিয়ে যায় আরসিবিকে। শেষে আন্দ্রে রাসেলকে ৬ ও ৪ মেরে ম্যাচ জেতান দীনেশ কার্তিক।


প্র্যাক্টিসে মঈন


আইপিএলের (IPL) প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম্যাচে দলের অন্যতম সেরা ক্রিকেটার মঈন আলিকে (Moeen Ali) পায়নি সিএসকে। গতবার চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল মঈনের। ইংরেজ তারকা ব্যাটে তো বটেই, বল হাতেও অবদান রেখেছিলেন ধারাবাহিকভাবে।


বৃহস্পতিবার কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নামছেন রবীন্দ্র জাডেজারা। সেই ম্যাচের আগে স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে। কারণ, কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন মঈন। নেটে তাঁকে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে। বড় শট খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত চেন্নাইয়ের ভক্তরা।


সার্টিফিকেট শাস্ত্রীর


এর আগেও আইপিএলে বড় ইনিংস খেলেছেন। ঝড় তুুলেছেন আইপিএলের মঞ্চে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরও একবার সেই ছন্দে দেখা গিয়েছে কেরলের এই উইকেটকিপার ব্য়াটারকে। আর সঞ্জুর ব্যাটিংয়ে মজে রবি শাস্ত্রী (Ravi Shastri)। আইপিএলে ফের কমেন্ট্রি বক্সে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান সঞ্জু। 


রবি শাস্ত্রী কমেন্ট্রি করার সময় সঞ্জুকে নিয়ে বলেন, ''যখনই ব্যাটিংয়ে নামে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্য়াট করে। আমার মনে হয় সবসময়ই ওর শট নির্বাচন দুর্দান্ত হয়। উইকেটে কতটা পেস রয়েছে। কতটা সুইং হবে। পিচের আচরণ সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। সোজা ব্য়াটে খেলেছে। বাউন্ডারি হাঁকিয়েছে। আমার মনে হয় বোলারের পেস এত সুন্দরভাবে কাজে লাগাতে পারে ও, বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও মাঠের বাইরে বল ফেলার ক্ষমতা রাখে।''


দামী বাবর!


পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু যদি আইপিএলে খেলার সুযোগ পেতেন পাকিস্তানের প্লেয়াররা, তবে নিলামের টেবিলে সবচেয়ে বেশি দর উঠত কাকে নিয়ে? প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) মনে করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) যদি আইপিএলের নিলামে উঠতেন, তবে তাঁকে কিনতে প্রচুর দর হাঁকাত বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি। এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ''আমার মনে হয় যে পাকিস্তানের প্লেয়াররা যদি নিলামে উঠত, তাহলে বাবর আজম প্রচুর দাম পেত। আমার মনে হয় ওর দর উঠত ১৫-২০ কোটি টাকা পর্যন্ত।''


হার্দিকে আস্থা


চলতি বছরের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। আইপিএলের মঞ্চকে তাই নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন প্রত্যেকেই। কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর ভারতীয় দলের সদস্য হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখতে চান হার্দিক পাণ্ড্যকে। এবারের আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে খেলছেন হার্দিক। গত কয়েক মাস খুব একটা ভাল যায়নি হার্দিকের। চোট আঘাত বারবার ভুগিয়েছে। জাতীয় দল  থেকেও বাদ পড়েছেন। তবে চলতি আইপিএল থেকেই ফের একবার জাতীয় দলে ফেরার লড়াই শুরু করতে চান এই তরুণ অলরাউন্ডার।