মুম্বই: দীর্ঘ ১৪ ইনিংস পর আইপিএলে (IPL) হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ৫৩ বলে ৫৮ রান করলেন তিনি।
আলোয় ফেরা
চলতি আইপিএলে ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন কোহলি। পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হয়ে গোল্ডেন ডাকের লজ্জাও এড়াতে পারেননি। বেশ কয়েকটি ইনিংসে ১০ বলের মধ্যে ফিরে গিয়েছিলেন কোহলি। তবে শনিবার ছিলেন ছন্দে। ৪৫ বলে ৫০ পূর্ণ করেন তিনি। আইপিএলে এটা বিরাটের ৪৩তম হাফসেঞ্চুরি।
বিরাটের হাফসেঞ্চুরির পরই সোশ্যাল মিডিয়া জুড়ে বন্দনা। ভক্ত ও অনুরাগীদের পাশাপাশি পোস্ট করতে থাকেন প্রাক্তন তারকারাও। হরভজন সিংহ ট্যুইট করেন, 'আমার ভাইয়ের পঞ্চাশ হল। এগিয়ে চলো চ্যাম্পিয়ন'।
ওয়াসিম জাফরের ট্যুইট, 'ওয়েলকাম ব্যাক কোহলি'। সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, 'দ্য রিটার্ন অফ দ্য কিংগ'।
অনু-প্রেরণা
গ্যালারিতে বসে খেলা দেখছিলেন অনুষ্কা শর্মা। ডেনিম জিন্স, সবুজ ক্রপ টপ, সাদা শার্ট, চোখে রোদচশমা। অনুষ্কাকে আকর্ষণীয় দেখাচ্ছিল। ক্যামেরা তাঁর দিক থেকে সরানো গেল না, যখন হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন কোহলি। যেন বিরাটের মতোই স্বস্তি পেলেন বলিউডের হার্টথ্রবও। গত কয়েক মাস তাঁর কাছেও যে অগ্নিপরীক্ষার মতোই ছিল। কোহলির আরসিবি নেতৃত্ব ছেড়ে সরে দাঁড়ানো, জাতীয় দলের অধিনায়কের পদ ছেড়ে দেওয়া, সব মিলিয়ে কঠিন সময় গিয়েছে। যে সময় কোহলির পাশেই ছিলেন অনুষ্কা। শনিবার কোহলির হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই গ্যালারিতে দাঁড়িয়ে চিৎকার করলেন অনুষ্কা, হাততালি দিলেন, উৎসাহ দিলেন কোহলিকে।
যুগলবন্দি
বিরাট কোহলি ও রজত পাতিদার। দুই ব্যাটারের শাসনে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭০/৬ তুলল আরসিবি। ৫৩ বলে ৫৮ রান করে আউট হন বিরাট। ১৪ ইনিংস পর আইপিএলে হাফসেঞ্চুরি করলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও একটি বিশাল ছক্কা। ৩২ বলে ৫২ রান করেন রজত। ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। হার্দিক পাণ্ড্যদের সামনে জয়ের লক্ষ্য ১৭১ রানের। যে রান তুলতে মহম্মদ সিরাজ-হর্ষল পটেলদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঋদ্ধিমান সাহাদের।