মুম্বই: আইপিএলে (IPL) রানে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) তারকা। আইপিএলে ১৪ ইনিংস পর হাফসেঞ্চুরি করলেন কোহলি। যা দেখার পর গ্যালারিতে পোস্টার উঠল, কিংগ কোহলি ইজ় ব্যাক।

 

অনু-প্রেরণা

 

গ্যালারিতে বসে খেলা দেখছিলেন অনুষ্কা শর্মা। ডেনিম জিন্স, সবুজ ক্রপ টপ, সাদা শার্ট, চোখে রোদচশমা। অনুষ্কাকে আকর্ষণীয় দেখাচ্ছিল। ক্যামেরা তাঁর দিক থেকে সরানো গেল না, যখন হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন কোহলি। যেন বিরাটের মতোই স্বস্তি পেলেন বলিউডের হার্টথ্রবও। গত কয়েক মাস তাঁর কাছেও যে অগ্নিপরীক্ষার মতোই ছিল। কোহলির আরসিবি নেতৃত্ব ছেড়ে সরে দাঁড়ানো, জাতীয় দলের অধিনায়কের পদ ছেড়ে দেওয়া, সব মিলিয়ে কঠিন সময় গিয়েছে। যে সময় কোহলির পাশেই ছিলেন অনুষ্কা। শনিবার কোহলির হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই গ্যালারিতে দাঁড়িয়ে চিৎকার করলেন অনুষ্কা, হাততালি দিলেন, উৎসাহ দিলেন কোহলিকে।


যুগলবন্দি


বিরাট কোহলি ও রজত পাতিদার। দুই ব্যাটারের শাসনে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭০/৬ তুলল আরসিবি। ৫৩ বলে ৫৮ রান করে আউট হন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও একটি বিশাল ছক্কা। ৩২ বলে ৫২ রান করেন রজত। ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। হার্দিক পাণ্ড্যদের সামনে জয়ের লক্ষ্য ১৭১ রানের। যে রান তুলতে মহম্মদ সিরাজ-হর্ষল পটেলদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঋদ্ধিমান সাহাদের।


ম্যাক্সি-মহীপাল ঝড়


আরসিবি ইনিংসের শুরুতেই ফিরে গিয়েছিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি (০)। বিরাট ও রজত ইনিংসের হাল ধরেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে শেষ লগ্নে ব্যাটে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মহীপাল লোমরর। ১৮ বলে ৩৩ রান করেন ম্যাক্সওয়েল। ৮ বলে ১৬ রান মহীপালের। গুজরাত বোলারদের মধ্যে ২ উইকেট প্রদীপ সাঙ্গওয়ানের। মহম্মদ শামি, আলজারি জোসেফ, রশিদ খান ও লকি ফার্গুসন একটি করে উইকেট পেয়েছেন।


আরও পড়ুন: সিংহাসনে বাটলার, আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে আরা কে আছেন?