যুগলবন্দি
বিরাট কোহলি ও রজত পাতিদার। দুই ব্যাটারের শাসনে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭০/৬ তুলল আরসিবি। ৫৩ বলে ৫৮ রান করে আউট হন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও একটি বিশাল ছক্কা। ৩২ বলে ৫২ রান করেন রজত। ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। হার্দিক পাণ্ড্যদের সামনে জয়ের লক্ষ্য ১৭১ রানের। যে রান তুলতে মহম্মদ সিরাজ-হর্ষল পটেলদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঋদ্ধিমান সাহাদের।
ম্যাক্সি-মহীপাল ঝড়
আরসিবি ইনিংসের শুরুতেই ফিরে গিয়েছিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি (০)। বিরাট ও রজত ইনিংসের হাল ধরেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে শেষ লগ্নে ব্যাটে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মহীপাল লোমরর। ১৮ বলে ৩৩ রান করেন ম্যাক্সওয়েল। ৮ বলে ১৬ রান মহীপালের। গুজরাত বোলারদের মধ্যে ২ উইকেট প্রদীপ সাঙ্গওয়ানের। মহম্মদ শামি, আলজারি জোসেফ, রশিদ খান ও লকি ফার্গুসন একটি করে উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: সিংহাসনে বাটলার, আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে আরা কে আছেন?