নয়াদিল্লি: ভারতীয় দল (Indian Cricket Team) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) সময়টা খারাপ যাচ্ছে। চলতি আইপিএল-এ (IPL 2022) দু-একটি ইনিংস বাদ দিয়ে এখনও পর্যন্ত তাঁকে পরিচিত ছন্দে দেখা যায়নি। এই পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে সমর্থন পেলেন বিরাট। তাঁর ফর্মে ফেরার জন্য প্রার্থনা করছেন বলে জানালেন পাকিস্তানের (Pakistan) উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।
বিরাট কোহলির পাশে মহম্মদ রিজওয়ান
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘আমি বলব, বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তবে এই পরিস্থিতিতে আমরা ওঁর জন্য প্রার্থনা করতে পারি। কারণ, তিনি একজন পরিশ্রমী ক্রিকেটার। কারও কঠিন সময় আসতেই পারে, আবার পরিস্থিতি স্বাভাবিকও হয়ে যায়। সব খেলোয়াড়ই শতরান করেন, আবার পরপর শূন্য রানেও আউট হয়ে যান। এটা চলতেই থাকে। আমি শুধু ওঁর জন্য প্রার্থনা করতে পারি। আমি আশাবাদী, কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন।’
বিরাট কোহলির খারাপ ফর্ম
চলতি আইপিএল-এ তিনবার শূন্য রানে আউট হয়ে গিয়েছেন বিরাট। তিনি অর্ধশতরান করেছেন মাত্র একটি ম্যাচে। ১৯.৬৪ গড়ে তাঁর মোট রান ২১৬। এরকম খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরাটকে। এই পরিস্থিতিতে তিনি পাশে পেলেন রিজওয়ানকে।
গত মাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেন, বিরাটের মানসিক সমস্যা হচ্ছে। তাঁর কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরে আসা উচিত।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সুনীল গাওস্কর বলেন, ‘সারা ভারত চাইছে বিরাট কোহলি ফর্মে ফিরুন, ভারতীয় দলের জন্য রান করুন। এ বছরটা ভারতীয় ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের সিনিয়র দল ইংল্যান্ড সফরে যাবে, এশিয়া কাপ হবে, টি-২০ বিশ্বকাপও আছে। সারা ভারতে যাঁরাই ক্রিকেটের খবর রাখেন, তাঁদের যে কাউকে জিজ্ঞাসা করুন। সবাই বলবেন, আমরা চাই বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে ফর্মে ফিরুন। তিনি ভারতীয় দলের হয়ে না খেলে বিরতি নিতে পারেন না। সবাই চান বিরাট কোহলি ভারতীয় দলের জন্য রান করা শুরু করুন।’