মুম্বই: গত মরসুমে আইপিএল শুরুর আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি আর অধিনায়ক হিসেবে থাকবেন না। সেই মতোই এবার শুধুমাত্র ব্য়াটার হিসেবেই আরসিবিতে খেলবেন বিরাট কোহলি। তাঁর বদলি ফাফ ডু প্লেসিকে এবার অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের মত বিরাট ফের আরসিবির অধিনায়ক হতে পারেন। আগামী মরসুমে অর্থাৎ ২০২৩ আইপিএল মরসুমেই বিরাটকে অধিনায়ক হিসেবে পাওয়া যেতে পারে।


অশ্বিন এবার রাজস্থানের হয়ে খেলবেন। প্রস্তুতির ফাঁকেই এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ''ফাফকে অধিনায়ক হিসেবে নির্বাচন করাটা খুবই ভাল সিদ্ধান্ত। ও এতদিন ধরে খেলে আসছে। ফলে ওর অভিজ্ঞতা আলাদা একটা মাত্রা যোগ করবে আরসিবি শিবিরে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ফাফ তাঁঁর আইপিএল কেরিয়ারের শেষের দিকে রয়েছেন। আর হয়ত মাত্র ২-৩ বছর ও আইপিএলে খেলবেন।''


এরপরই অশ্বিন আরও বলেন, ''গত ২-৩ বছর ধরে বিরাটের ওপর নেতৃত্বের চাপটা আলাদা করে অনেকটাই পড়ে গিয়েছিল। যা ওর পারফরম্যান্সেও হয়ত প্রভাব ফেলেছিল। সেই জন্যই এখন হয়ত এই বছরের জন্য ও একটু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফের হয়ত আরসিবির অধিনায়ক হিসেবে ওকে দেখা যেতে পারে।'' 


উল্লেখ্য, গতকালই আরসিবির বায়ো বাবলে যোগ দিলেন বিরাট কোহলি। ডু প্লেসির নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন। ‘আরসিবিকে নিলামে ডু প্লেসিকে নেওয়ার পরই তাঁকে মেসেজ করেছিলাম’, জানালেন বিরাট। উল্লেখ্য, গত মরসুমে শুরুর আগেই, বিরাট জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর আরসিবির নেতৃত্বভার সামলাবেন না। এরপরই ফাফ ডু প্লেসিকে দলে নিয়ে নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়।


এবারের আইপিএল-এর নিলামে সাত কোটি টাকা দিয়ে দু প্লেসিকে দলে নেয় আরসিবি। এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল-এর ফাইনালে উঠেছিলেন বিরাটরা, কিন্তু তিনবারই তাঁরা হেরে যান। এবার নতুন অধিনায়কের নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আরসিবি-র। এখনও পর্যন্ত আইপিএল-এ ২,৯৩৫ রান করেছেন দু প্লেসি। তিনি এর আগে মহেন্দ্র সিংহ ধোনির সতীর্থ হিসেবে চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন।