David Warner: পন্থের থেকে এক হাতে ছক্কা মারার মন্ত্র শিখতে চান অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ দেওয়া তারকা

IPL 2022: পনেরোতম আইপিএলে মাঠে নামার আগে ডেভিড ওয়ার্নার (David Warner) জানিয়ে দিলেন, তিনি এক হাতে ছক্কা মারার পাঠ নেবেন ঋষভ পন্থের থেকে।

Continues below advertisement

মুম্বই: গত আইপিএলটা (IPL) দুঃস্বপ্নের মতো কেটেছে তাঁর। নেতৃত্ব হারিয়েছেন মরসুমের মাঝপথে। এমনকী, দল থেকে বাদও পড়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাঁকে আর প্রত্যাশামতোই রিটেন করেনি। নিলামের টেবিল থেকে তাঁকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (DC)।

Continues below advertisement

পন্থে ভরসা

পনেরোতম আইপিএলে মাঠে নামার আগে সেই ডেভিড ওয়ার্নার (David Warner) জানিয়ে দিলেন, তিনি এক হাতে ছক্কা মারার পাঠ নেবেন ঋষভ পন্থের থেকে। দিল্লি ক্যাপিটালসে পন্থের নেতৃত্বে খেলবেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছিলেন বলে দিল্লির হয়ে এবার এখনও মাঠে নামতে পারেননি ওয়ার্নার। পাকিস্তান থেকে মুম্বইয়ে এসে দিল্লি শিবিরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে তাঁর মাঠে নামার কথা। ওয়ার্নার বলেছেন, 'এক হাতে কীভাবে শট খলতে হয়, ঋষভের কাছে শিখতে চাই। ও তরুণ অধিনায়ক। নেতৃত্বের বিভিন্ন বিষয় শিখছে। ভারতীয় দলেরও অবিচ্ছেদ্য অংশ। ওর সঙ্গে ব্যাট করার জন্য ছটফট করছি।'

জোড়া ফলা

বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লখনউ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস (DC)। সেই ম্যাচের আগে বড় ঘোষণা করলেন দিল্লি ক্যাপিটালস দলের সহকারী কোচ শেন ওয়াটসন (Shan Watson)।

ওয়াটসন জানালেন, বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে দলের দুই সেরা তারকা, ডেভিড ওয়ার্নার ও এনরিক নোখিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ফিরে সরাসরি মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ওয়ার্নার। ওয়াটসন বলেছেন, 'ওয়ার্নারের কোয়ারেন্টিন পর্ব শেষ। ওকে লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে। যে খবরটা দারুণ রোমাঞ্চকর। এছাড়া নোখিয়াও খেলতে পারবে। গত দু'সপ্তাহ ওর রিহ্যাবিলিটেশন দারুণ গিয়েছে। ফিটনেস টেস্টেও পাশ করেছে নোখিয়া।'

বিপক্ষকে সমীহ

লখনউ শিবিরকে বেশ সমীহ করছেন ওয়াটসন। বলেছেন, 'ওদের অধিনায়ক কে এল রাহুল একা যে কোনও ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। কুইন্টন ডি'কক রয়েছে যার অবিশ্বাস্য দক্ষতার কথা সকলেই জানি। এছাড়া দীপক হুডা ও আবেশ খানের দিকেও নজর রাখতে হবে।'

আরও পড়ুন: ক্যাপ্টেনকে খুশি করার চেষ্টা, রোহিতের কাছে উল্টে ধমক খেয়েছিলেন ঈশান!

Continues below advertisement
Sponsored Links by Taboola