মুম্বই: গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার শুরুটা একদমই ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) সরে গিয়েছেন নেতৃত্ব থেকে। তাঁর বদলি অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কিন্তু পরপর ২ ম্যাচে খেলে একটিও জয় হাসিল করতে পারেনি হলুদ জার্সিধারীরা। এই পরিস্থিতিতে আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে চেন্নাই। ময়ঙ্ক অগ্রবালের নেতৃত্বাধীন পাঞ্জাব এরমধ্যেই দুশোর বেশি রান তাড়া করে এই টুর্নামেন্টে জয় হাসিল করেছে। সুপার সানডের সুপার মহারণে চেন্নাইকে টেক্কা দেওয়ার সবরকম মশলা মজুত রয়েছে পাঞ্জাবের কাছে।
চেন্নাই প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে হেরেছে। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের প্রথমবার আত্মপ্রকাশ করা লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধেও হারতে হয়েছে। ব্যাটিং বিভাগে খুব একটা ভাল করতে পারেনি এক দু জন ছাড়া। তবে আগের ম্যাচে ধোনি ধামাকা দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু রবীন্দ্র জাডেজার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বোলিং ইউনিটকে ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না তিনি, এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।
পাঞ্জাব অন্যদিকে প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারতে হয় তাদের। কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে পাঞ্জাবের হয়ে আগের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন কাগিসো রাবাডা। শুক্রবার কলকাতার বিরুদ্ধে খেলেছেন তিনি। তবে জনি বেয়ারস্টোও কোয়ারেন্টিনে ছিলেন। সিএসকে ম্যাচে তাঁকে খেলাতেও পারে অবশ্য পাঞ্জাব শিবির। সেক্ষেত্রে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপে ভারসাম্য আরও বাড়বে।
কাদের ম্যাচ
চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস
কোথায় খেলা
ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
সন্ধ্যা ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
আরো পড়ুন: বিশ্বজয়ের বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন সিএসকের, কেক কাটলেন ধোনি