কোচি: আইপিএলে (IPL) অতীতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলেছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। গত বছর তাঁকে কোনও দল দলে নেয়নি।  এ বারের নিলামেও তিনি শুরুর দিকে অবিক্রিতই ছিলেন। তবে একেবারে শেষবেলায় শাকিবকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর। শাকিবই এ বারের আইপিএল নিলামে বিক্রি হওয়া সর্বশেষ খেলোয়াড়। 


'ঘরে' ফিরলেন শাকিব


২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন শাকিব। ২০২১ সালেও ফের একবার তাঁকে দলে নিয়েছিল কেকেআর। গত মরসুমে তিনি অবিক্রিতই ছিলেন। তবে শেষবেলায় তাঁকে দলে নিল কেকেআর। শাকিবের আইপিএল রেকর্ড কিন্তু একেবারেই মন্দ নয়। ৭১টি ম্যাচে ৭.৪৪ রান প্রতি ওভারে ৬৩টি আইপিএল উইকেট রয়েছে শাকিবের দখলে। আইপিএলে ১২৪.৪৯ স্ট্রাইক রেট ও ১৯.৮২ গড়ে রান করেছেন শাকিব। নাইটদের হয়ে অতীতে দুইবার আইপিএল জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। ফের একবার নাইটদের হয়েই খেলবেন তিনি। তবে এবার কিন্তু তিনি একা নন, আরেক বাংলাদেশি তারকা লিটন দাসও কেকেআরের হয়েই খেলবেন। লিটনকেও নূন্যতম ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর।


 






ধোনির গড় থেকে কেকেআরে


মহেন্দ্র সিংহ ধোনি যে দলের হয়ে আইপিএল খেলেন, সেই চেন্নাইয়ের তারকা ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার এন জগদিশানকে নিলাম থেকে কিনল কেকেআর। আগেই বোঝা গিয়েছিল যে, একজন উইকেটকিপার-ব্যাটারের জন্য নিলামে দর হাঁকবে শাহরুখ খান-জুহি চাওলার দল। নজরে ছিল জগদিশান। যিনি ইনিংস ওপেন করতে পারবেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে টানা ৫ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন জগদিশান। যার মধ্যে ১৪১ বলে ২৭৭ রানের ঝোড়ো ইনিংসও ছিল একটি। সেই জগদীশানকে শেষ পর্যন্ত দলে নিল কেকেআর।


তবে মনে করা হয়েছিল, জগদীশানকে নিয়ে প্রবল দর কষাকষি চলবে। শেষ পর্যন্ত তা হয়নি। নিলামে তাঁর ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। জগদিশানকে ৯০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর


আরও পড়ুন: আইপিএলে রেকর্ড অর্থ পেয়ে প্রয়াত বাবার জন্য চোখে জল বাংলার পেসার মুকেশের