হাযদরাবাদ: আইপিএলে মাঠে নেমেই ফের নিজের বিধ্বংসী মেজাজের আভাস দিয়ে দিলেন জস বাটলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে রবিবার খেলতে নেমেছে রাজস্থান রয়্য়ালস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কমলা জার্সিতে আজকের ম্য়াচের অধিকারী ভুবনেশ্বর কুমার। আর ব্য়াট হাতে নেমেই ঝড় তোলার শুরু করেন রাজস্থানের 2 ব্য়াটার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল।


এদিন ব্য়াট করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্য়াটিং শুরু করেন রাজস্থানের দুই ওপেনার বাটলার ও যশশ্বী। বিশেষ করে বাটলার ছিলেন বিধ্বংসী মেজাজে। নিজের 20 বলে অর্ধশতরান পূরণ করেন। যদিও 54 রানের মাথায় আউট হয়ে ফিরে যান ইংল্য়ান্ড ব্য়াটার। 6 ওভারে 1 উইকট হারিয়ে বোর্ডে 85 রান বোর্ডে তুলে নেয রাজস্থান।  বাটলার ফিরে যাওয়ার পর জয়সওয়ালও হাফ সেঞ্চুরি পূরণ করেন। তিনি 34 বলে এই মাইলফলকে পৌঁছন।


মাত্র 22 বলে 50 রান বাের্ড তুলে নিয়েছিল রাজস্থান। এই নিয়ে 3 বার পাওয়ার প্লে-তে অর্ধশতরান পূরণ করলেন বাটলার। 2021 সালে সিএসকের বিরুদ্ধে আবুধাবিতে 1 উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে 81 রান বোর্ডে তুলেছিল রাজস্থান। সেটিই ছিল এতদিন পাওয়ার প্লে-তে সর্বাধিক রান রাজস্থানের। এবার তা ছাপিয়ে গেল স্য়ামসনের দল।


ছিটকে গেলেন উইলিয়ামসন


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। তারপর থেকেই তাঁর আইপিএল থেকে ছিটকে যাওয়ার জল্পনা-কল্পনা চলছিলই। জল্পনাই সত্যি প্রমাণিত হল। আইপিএল থেকে ছিটকেই গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক। এক সরকারি বিবৃতির মাধ্যমে আজই গুজরাত জায়ান্টসের তরফে কেন উইলিয়ামসনের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।


ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিজিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে। ব্যাট করতেও নামেননি কেন, তাঁর বদলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে সাই সুদর্শন দলে আসেন। 


এরপরেই কেনের চোট ঠিক কতটা গুরুতর সেই নিয়ে জল্পনা শুরু হয়। যদিও এখনও গুজরাত টাইটান্স দলের তরফে সরকারিভাব কিছু জানানো হয়নি। কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি আর আইপিএলে খেলতেই পারবেন না। তবে কেন ব্যাট না করলেও, তাতে গুজরাত দলের খুব একটা সমস্যা হয়নি। সহজেই চার বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে রেখে সিএসকের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় গুজরাত।