নয়াদিল্লি: গত বছরের প্রথম দিকটা ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) জন্য অনেকটা স্বপ্নের মতোই কেটেছিল। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিলেন বেয়ারস্টো। তবে গল্ফ কোর্সে এক দুর্ঘটনার জেরে তাঁর পায়ের একাধিক হাড় ভাঙে, ক্ষতিগ্রস্থ হয় লিগামেন্ট, গোড়ালির হাড়ও সরে যায়। অস্ত্রোপ্রচারের পর অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বেয়ারস্টো। চোটের পর আইপিএলের (IPL 2023) মাধ্যমেই তাঁর মাঠে ফেরার কথা ছিল। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর।


ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন


৩৩ বছর বয়সি বেয়ারস্টো সদ্যই নেটে ব্যাট করা শুরু করেছেন। তবে ৩১ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে। খবর অনুযায়ী এত দ্রুত তিনি ফিট হয়ে উঠতে পারবেন না। আইপিএলের মাঝপথের আগে বেয়ারস্টোর ফিট হওয়া কার্যত অসম্ভব। ততদিন পর্যন্ত বেয়ারস্টোর পরিবর্তে অন্য কাউকে দলেও নিতে পারত না তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি পঞ্জাব কিংস (Punjab Kings)। সেই কারণেই সম্ভবত আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন বেয়ারস্টো। যদিও পঞ্জাব কিংসের তরফে এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।


আইপিএলের বদলে সম্ভবত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়েই মাঠে ফিরবেন বেয়ারস্টো। যদিও তাঁর ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আশা করা যায় ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হতে চলা অ্যাসেজকেই পাখির চোখ করে এগোবেন তারকা ইংল্যান্ড কিপার-ব্যাটার। বেয়ারস্টোর বদলে পঞ্জাব কাকে দলে নেয় এবং সরকারিভাবে তাঁর ছিটকে যাওয়ার খবরটিই বা কবে জানানো হয়, এখন সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, ১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পঞ্জাব কিংস এ বারের আইপিএল মরসুম শুরু করবে।


ঋদ্ধির অনুশীলন শুরু


জাতীয় দলে তিনি ব্রাত্য। নিজের রাজ্য দল বাংলার হয়েও খেলেন না এখন। তবে এখনও আইপিএলের গ্রহে তাঁকে দেখা যায়। তিনি ঋদ্ধিমান সাহা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উইকেট কিপারদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন শিলিগুড়ির পাপালি। আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেন। গতবার দলকে চ্যাম্পিয়ন করতে তাঁর অবদানও ছিল সমান। নতুন মরসুম শুরুর আগে অনুশীলনে নেমে পড়েছেন ঋদ্ধি।


গত রবিবারই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিয়েছেন ঋদ্ধিমান। প্রথম দিনের অনুশীলনের পর সোশ্য়াল মিডিয়ায় অভিজ্ঞ এই উইকেট কিপার ব্য়াটার বলেন, 'নতুন মরসুম শুরুর আগে প্রথম দিন অনুশীলন করলাম। কিছুক্ষণ উইকেটকিপিং অনুশীলন করলাম। তার পর ব্যাটিং অনুশীলন করলাম। কিছুটা দৌড়লাম। বেশ ভাল লাগল। অনেকের সঙ্গে দেখা হল। প্রতি দিন উন্নতি করতে হবে আমাদের। ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে। আশা করছি এ বারও ভাল ফল হবে।'


আরও পড়ুন: কোটলায় কিংবদন্তি সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন সৌরভ-পন্টিং