নয়াদিল্লি: ৩১ মার্চ থেকে হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। ১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তার আগে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। এতদিন পর্যন্ত ক্যাপিটালসের নবনিযুক্ত ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধীনে ফ্রাঞ্চাইজির ক্রিকেটাররা অনুশীলন সারছিলেন। ইডেনে আয়োজিত হয়েছিল সেই ক্যাম্প। তবে মরসুম শুরুর আগে দিল্লির কোটলায় অনুশীলন শুরু করে দিল ক্যাপিটালস।
এক ফ্রেমে দুই কিংবদন্তি
দলের কোচ রিকি পন্টিংও (Ricky Ponting) ক্যাম্পে সদ্যই যোগ দিয়েছেন। সৌরভ ও পন্টিং এক সময়ের প্রবল প্রতিপক্ষ ছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ার নেতৃত্বেও ছিলেন এই দুই কিংবদন্তি। তবে সেইসব দিন এখন অতীত। প্রতিদ্বন্দ্বিতা তো নেই, বরং দিল্লির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দেখলে তাঁরা যে একদা প্রতিপক্ষ ছিলেন, তা বোঝাও দেয়। কোটলায় সৌরভ ও পন্টিং একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুললেন। দুইজনেরই মুখে লেগে ছিল হাসি।
তবে এই ছবি তোলার পরেই কাজেও লেগে পড়েন দুই কিংবদন্তি। সৌরভ-পন্টিংয়ের তত্ত্বাবধানে দিল্লির ক্যাপিটালসের ক্রিকেটাররা এদিন নেটে ঘাম ঝরান। দিল্লির অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলার তারকা ফাস্ট বোলার মুকেশ কুমার। এছাড়া পৃথ্বী শ, মণীশ পাণ্ডেদেরও অনুশীলন করতে দেখা যায়।
নতুন ভূমিকায় সরফরাজ
ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও মাঠের বাইরে ঋষভ পন্থ (Rishabh Pant)। চালাচ্ছেন মাঠে ফেরার লড়াই। ইতিমধ্যে অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারের (David Warner) নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস । তবে উইকেটরক্ষকের ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এর মাঝেই দিল্লির অনুশীলনের একটি ছবি হয়ে গিয়েছে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, উইকেটকিপারের গ্লাভস চাপিয়ে অনুশীলন করছেন সরফরাজ খান (Sarfraz Khan)। দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে চার বিদেশি ক্রিকেটারের কোটা পূর্ণ। তাই উইকেটকিপারের ভূমিকায় কোনও ভারতীয়কেই দিল্লি ফ্র্যাঞ্চাইজি চাইছে বলেই খবর। তাহলে কি সরফরজাকে ব্যাটিংয়ের পাশাপাশি আসন্ন আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায় ? এই নতুন জল্পনায় ঘুরপাক খাওয়া শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: চিন্তা বাড়ল গুজরাত শিবিরে, তারকা এই ব্যাটারকে পাচ্ছে না তারা