মোহালি: আইপিএলে আগামীকাল নিজেদের অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে দল। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে এবারের মরসুমে মাঠে নামবে কেকেআর। শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে। যদিও নতুন দায়িত্ব নিয়ে একেবারেই চাপ নিতে চান না দলের বাঁহাতি তরুণ ব্য়াটার। 


কেমন হতে পারেন কলকাতার একাদশ?


শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। অন্যদিকে লকি ফার্গুসনকেও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে কেকেআরের চার বিদেশ হতে পারেন রহমনউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও টিম সাউদি। আফগান তারকা উইকেট কিপার ব্য়াটার উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন কেকেআর শিবিরে এই মরসুমে। তবে লিটন দাস ও সাকিব আল হাসান ফিরে আসার পর কিছু বদল হতে পারে। 


ওপেনংয়ে গুরবাজের সঙ্গে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া মিডল অর্ডারে নীতিশ রানা ও রিঙ্ক সিংহ রয়েছেন। এরপর নামবেন মনদীপ সিংহ। তিন পেসার শার্দুল, উমেশ ও সাউদি। ২ স্পিনার হিসেবে খেলবেন নারাইনের সঙ্গে বরুণ চক্রবর্তী।


মোহালিতে কেকেআরের রেকর্ড


 ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত মোহালির মাঠে কেকেআর ও পাঞ্জাব মোট ৭ ম্যাচে খেলছে একসঙ্গে। তার মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ৩ ম্যাচ জিতেছে পাঞ্জাব। অর্থাৎ মোহিলতে নাইটদের রেকর্ড কিন্তু তাদের পক্ষেই কথা বলছে। 


আজ গুজরাতের মুখোমুখি চেন্নাই


 দেখতে দেখতে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম ম্যাচে। গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল। ২টো ম্যাচ পরস্পরের সঙ্গে খেলেছে চেন্নাই ও গুজরাত। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। এবার তাঁদের কাছে সুযোগ থাকছে জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনি বাহিনীর কাছে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই। পুণেতে গতবার প্রথম ম্যাচে ডেভিড মিলারের ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছিল গুজরাত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা।