নয়াদিল্লি: আইপিএল ২০২৩ (IPL 2023) মরসুমের দামামা বেজে গেল। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত হল আসন্ন মরসুমের আইপিএল সূচি (IPL Fixture)। ৩১ মার্চ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের ম্যাচ দিয়েই শুরু হবে এ বারের আইপিএল মরসুম। প্রথম ম্যাচে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন টাইটান্স মুখোমুখি হবে তাঁর গুরু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কবে মাঠে নামবে?


৩ বছর পর ঘরওয়াপসি


আইপিএলের দ্বিতীয় ম্যাচেই খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআরকে। ১ এপ্রিল অভিযান শুরু করছে নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পঞ্জাবের ঘরের মাঠ মোহালিতেই এই ম্যাচটি আয়োজিত হবে। করোনার কারণে প্রায় তিন বছর সিংহভাগ ফ্রাঞ্চাইজিই নিজেদের ঘরের মাঠে আইপিএল খেলতে পারেনি। তবে করোনার চোখ রাঙানি কমেছে। তাই এ মরসুম থেকে আবারও হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে।


ফলে তিন বছর পর আবারও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে দেখা যাবে নাইটদের। প্রথম ম্যাচ মোহালিতে খেলার কেকেআর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। এই ম্যাচের মাধ্যমেই তিন বছর পর অবশেষে ইডেনে আবার নিজের দলের হয়ে গলা ফাটাতে পারবেন নাইট সমর্থকেরা। ৬ এপ্রিল এই ম্যাচটি আয়োজিত হবে। ২০ মে ঘরের মাঠেই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের গ্রুপ পর্বের অভিযান শেষ করবে নাইট বাহিনী।  


এক নজরে কেকেআরের সম্পূর্ণ সূচি:-


১ এপ্রিল- কেকেআর বনাম পঞ্জাব কিংস (মোহালি, দুপুর ৩.৩০)
৬ এপ্রিল- কেকেআর বনাম আরসিবি (কলকাতা, সন্ধে ৭.৩০)
৯ এপ্রিল- কেকেআর বনাম গুজরাট টাইটানস (আমদাবাদ, দুপুর ৩.৩০)
১৪ এপ্রিল- কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, সন্ধে ৭.৩০)
১৬ এপ্রিল- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই, দুপুর ৩.৩০)
২০ এপ্রিল- কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, সন্ধে ৭.৩০)
২৩ এপ্রিল- কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, সন্ধে ৭.৩০)
২৬ এপ্রিল- কেকেআর বনাম আরসিবি (বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০)
২৯ এপ্রিল- কেকেআর বনাম গুজরাত টাইটান্স (কলকাতা, দুপুর ৩.৩০)
৪ মে- কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবা (হায়দরাবাদ, সন্ধে ৭.৩০)
৮ মে- কেকেআর বনাম পঞ্জাব কিংস (কলকাতা, সন্ধে ৭.৩০)
১১ মে- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, সন্ধে ৭.৩০)
১৪ মে- কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, সন্ধে ৭.৩০)
২০ মে- কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, সন্ধে ৭.৩০)