কলকাতা: এবারই প্রথম শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Womens IPL 2023)। আজ ছিল তার নিলাম পর্ব। মোট ৮৭ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হল এদিন। বাংলা থেকেও তিনজন ক্রিকেটার এবারের আইপিএলে খেলবেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন শিলিগুড়ির রিচা ঘোষ। হাতিমোড়ের বাসিন্দা রিচা কিছুদিন আগে হাওয়া অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলেরও সদস্য ছিলেন। তাঁকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ২০ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছিলেন রিচা।
বাংলার আরেক কন্যা। অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা তিতাস সাধু। হুগলির চুঁচুড়ার মেয়ে তিতাস। তিনিও দল পেয়েছেন। তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২৫ লক্ষ টাকা দর উঠেছে এই কিশোরীর জন্য। বিশ্বকাপ জিতে ফেরার পরই জানিয়েছিলেন যে দেশের জার্সিতে খেলতে মরিয়া তিনি। এছাড়াও আইপিএলে সুযোগ পেলে নিজের একশো শতাংশ দেবেন। এবার সেই সুযোগ তিতাসের সামনে। বাংলার আরেক মেয়ে হৃষিতা অবশ্য নিলামে কোনও দল পাননি।
এদিকে বাংলার মেয়ে না হলেও বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলেন দীপ্তি শর্মা। তিনিও দল পেয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা অলরাউন্ডারকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।
ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে জেমিমা রজরিগেজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলে নিল তাঁকে। শেফালি ভার্মাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে অ্য়াশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত জায়ান্টস। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিসা পেরিকে দলে নিয়েছে আরসিবি। সোফি একেলস্টোনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় ইউ ওয়ারয়র্স দলে নিয়েছে। সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস। ১ কোটি ১০ লক্ষ টাকায় দিল্লি দলে নিল ম্যাগ লেনিংকে। দিল্লি ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমা রডরিগেজকেও দলে নিয়েছে। গুজরাত জায়ান্ট ২ কোটি টাকায় দলে নিল বেথ মুনিকে। তাহিলা ম্যাকগ্রাকে ইউপি ওয়ারিয়র্স দলে নিল ১ কোটি ৪০ লক্ষ টাকায়। ভারতের দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়ে নিল ইউপি ওয়ারিয়র্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে রেনুকা সিংহকে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে পূজা ভাস্ত্রাকারকে।