কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য দলের সদস্য তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পৃথ্বী শ-র ভারতীয় দলে ছিলেন। আইপিএলে প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে অনুকূল রায়কে দলে নিয়েছিল কেকেআর। এর আগে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার অনুকূল নিজের রবীন্দ্র জাডেজার অন্ধভক্ত। বিহারের সমস্তিপুরে জন্ম হয় অনুকূলের।
২০১৮ সালের যুব বিশ্বকাপে ভারতের দলে সুযোগ পান তিনি। সেই বিশ্বকাপে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন অনুকুল। বিশ্বকাপ জিতেছিল ভারত। এর পরের বছই ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক করেন অনুকূল। ২০১৮ যে বছর যুব বিশ্বকাপ জিতেছিলেন, সেই বছরই ঝাড়খণ্ডের হয়ে রঞ্জিতে খেলার সুযোগ পেয়েছিলেন। লোয়ার অর্ডারে ব্য়াটের হাতও ভাল অনুকূলের। মুম্বইয়ের জার্সিতে আইপিএল জিতেছেন।
কাল অভিযান শুরু করছে কেকেআর
আইপিএলে আগামীকাল নিজেদের অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে দল। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে এবারের মরসুমে মাঠে নামবে কেকেআর। শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে। যদিও নতুন দায়িত্ব নিয়ে একেবারেই চাপ নিতে চান না দলের বাঁহাতি তরুণ ব্য়াটার।
মধ্যপ্রদেশ গতবারের চ্যাম্পিয়ন। তার ওপর খেলা হচ্ছে রজত পতিদারদের ঘরের মাঠে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে সুবিধাজনক জায়গায় থাকার কথা চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের। তবে ম্যাচের ফাঁকে বাংলা শিবির উজ্জীবিত বিশেষ একজনের ফোনে। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক ফোন করে বাংলার সেমিফাইনালের হালহকিকত নিয়ে খোঁজ খবর নিয়েছেন। যা বাংলার ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা কর
কেমন হতে পারেন কলকাতার একাদশ?
শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। অন্যদিকে লকি ফার্গুসনকেও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে কেকেআরের চার বিদেশ হতে পারেন রহমনউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও টিম সাউদি। আফগান তারকা উইকেট কিপার ব্য়াটার উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন কেকেআর শিবিরে এই মরসুমে। তবে লিটন দাস ও সাকিব আল হাসান ফিরে আসার পর কিছু বদল হতে পারে।
ওপেনংয়ে গুরবাজের সঙ্গে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া মিডল অর্ডারে নীতিশ রানা ও রিঙ্ক সিংহ রয়েছেন। এরপর নামবেন মনদীপ সিংহ। তিন পেসার শার্দুল, উমেশ ও সাউদি। ২ স্পিনার হিসেবে খেলবেন নারাইন