মুম্বই : মঙ্গলবারের মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বিরাট কোহলি (Virat Kohli) - রোহিত শর্মাদের (Rohit Sharma) মধ্যে কে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে, সেদিকেই নজর সবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আইপিএলের (IPL) মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের মতোই দুই দলই ১০ পয়েন্টে দাঁড়িয়ে। তবে দুই ফ্র্যাঞ্চাইজি দলই ১০ টি করে ম্যাচে খেলেছে। রান রেটের বিচারে এগিয়ে থাকায় আরসিবি ছয় নম্বরে ও মুম্বই ইন্ডিয়ান্স এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে। তাই দুই ফ্র্যাঞ্চাইজির কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলা।
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে জোড়া ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে টানা দুটো ম্যাচে জেতার পর অবশ্য চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে আইপিএলে তাদের শেষ ম্যাচে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে হোঁচট খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও (Royal Challengers Bangalore)। তাই মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচে কাদের পাল্লা ভারী হয়, নজর থাকবে সেদিকেই। যে ম্যাচের ঠিক আগে জোফ্রা আর্চারের পরিবর্ত হিসেবে ক্রিস জর্ডনকে দলে নেওয়ার ঘোষণা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ থেকেই ক্রিস জর্ডন মুম্বই জার্সিতে খেলতে নামবেন কি না, তা অবশ্য পরিষ্কার নয়।
ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ তাঁর দখলে রেখেছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর ঝুলিতে। ছন্দে চলছে বিরাট কোহলির ব্যাটও। উল্টোদিকে, সেভাবে চলছে না রোহিত শর্মার ব্যাট। তাই মুম্বইয়ের অধিনায়ক আইপিএলের গ্রুপপর্বের একেবারে শেষ দিকে ছন্দে ফেরেন কি না, সেদিকেও থাকবে নজর। উল্টোদিকে, দারুণ ছন্দে থাকার পাশাপাশি বোলারদের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা রয়েছেন আরসিবি-র মহম্মদ সিরাজ ও এমআইয়ের পীযূষ চাওলা।
আরও পড়ুন- এগোলেন বরুণ, শীর্ষেই শামি, জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই