কলকাতা : বিজনেস এন্ডের কাছে পৌঁছে জমে গেল আইপিএল (IPL 2023)। পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্লে-অফে (IPL Play Offs) পৌঁছনোর লড়াই জমিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহের দাপটে কেকেআর একলাফে তিনধাপ উঠে আট থেকে পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আপাতত তাদেরও পয়েন্ট ১০। এদিকে, মঙ্গলবারের মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বিরাট কোহলি (Virat Kohli)- রোহিত শর্মাদের (Rohit Sharma) মধ্যে কে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে, সেদিকেই নজর সবার।


দুরন্ত জয় কেকেআরের 


পঞ্চম উইকেটে তাঁদের ২৫ বলে ৫৪ রানের পার্টনারশিপ কলকাতা নাইট রাইডার্সের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিল। এক বল বাকি থাকতে আন্দ্রে রাসেল- (Andre Russell) রান আউট হয়ে যান। তবে শেষ বলে বাউন্ডারি মেরে কেকেআরকে ২ পয়েন্ট দেন রিঙ্কু সিংহ। খেলার মোড় ঘুরে যায় কেকেআর ইনিংসের ১৯তম ওভারে। পাঞ্জাবের ১৭৯ রান তাড়া করতে নেমে যখন স্যাম কারানের এক ওভারে তিন ছক্কা মারেন রাসেল। কেকেআর-পাঞ্জাব ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে খোশমেজাজে রাসেল। বললেন, 'আমি চেয়েছিলাম ১৯তম ওভারে তিনটি বাউন্ডারি মারতে। সেভাবেই ব্যাট চালিয়েছিলাম। নিশ্চিত করতে চেয়েছিলাম শেষ ওভারে যতটা সম্ভব কম রানের লক্ষ্য রাখতে। কারণ অর্শদীপ সিংহ দুর্দান্ত ডেথ ওভার বোলার। ২-৩টি ডট বল করে দিলেই খেলার রং পাল্টে যেতে পারত। তাতে চাপ তৈরি হতো। আমি তিনটি ছক্কা মেরেছিলাম আর তাতে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।' গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে ১১ ম্যাচের শেষে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার পাঁচ নম্বরে কেকেআর।


আরও পড়ুন- এগোলেন বরুণ, শীর্ষেই শামি, জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই


মুখোমুখি মুম্বই-ব্যাঙ্গালোর


ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আইপিএলের মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের মতোই দুই দলই ১০ পয়েন্টে দাঁড়িয়ে। তবে দুই ফ্র্যাঞ্চাইজি দলই ১০ টি করে ম্যাচে খেলেছে। রান রেটের বিচারে এগিয়ে থাকায় আরসিবি ছয় নম্বরে ও মুম্বই ইন্ডিয়ান্স এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে। দুই দলের কাছেই সুযোগ রয়েছে প্লে-অফের দৌড়ে এগিয়ে যাওয়ার।


আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?