মোহালি : অধিনায়ক হিসেবে ফেরা বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি-র দুরন্ত ব্যাটিং। জোড়া অর্ধশতরানে বড় রান খাড়া করার পরও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে একসময় খানিক চাপেই পড়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। যে সময়েই সঙ্কটমোচন হয়ে ওঠেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আরসিবি পেসারের দুরন্ত স্পেলে ভর করে ম্যাচ জেতে ২৪ রানে। নির্ধারিত ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন সিরাজ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ৪ উইকেট তুলে নেওয়ার সুবাদে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকারও মগডালে পৌঁচে গিয়েছেন ভারতীয় এই পেসার। মার্ক উড ও যুযবেন্দ্র চাহালকে টপকে ১২ উইকেট নিয়ে এই মুহূর্তে পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) সিরাজের দখলে। 


এবারের আইপিএলে ৬ ম্যাচের শেষে ১২ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে সবার উপরে মহম্মদ সিরাজ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেওয়াই এবারের প্রতিযোগিতায় তাঁর ব্যক্তিগত সেরা বোলিং পারফরম্যান্স। পার্পল ক্যাপ শিকারিদের তালিকায় সিরাজ শীর্ষে পৌঁছে যাওয়ায় দুই নম্বরে ঠেলে দিয়েছেন ব্রিটিশ বোলার মার্ক উডকে (Mark Wood)। ৪ ম্যাচে ১১ উইকেট উড়ের দখলে। তালিকায় তিন নম্বরে যুযবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্যালসের এই বোলারের ঝুলিতেও রয়েছে ১১ টি উইকেট। তবে ৬ ম্যাচে খেলেছেন তিনি। আর বোলিং ইকোনমি ৮.২৫। পাশাপাশি এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট। এদিকে, লখনউয়ের পেসার উডের বোলিং অ্যাভারেজ ৮.১২। আর এবারের আইপিএলে মাত্র ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেওয়া তাঁর সেরা পারফরম্যান্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এটিই একমাত্র পাঁচ উইকেট দখল। 


এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন রশিদ খানও। পার্পল ক্যাপ লড়াইয়ে আপাতত চার নম্বরে রয়েছেন আফগান স্পিনার। গুজরাত টাইটান্স শিবিরের বোলারের ইকোনমি ৮.৩০। ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেওয়া এবারের আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত শিবিরেরই পেসার মহম্মদ শামি। তিনি রয়েছেন পাঁচ নম্বরে। শামির বোলিং ইকোনমি ৮.৩৫। শুধুমাত্র বোলিং ইকোনমিতে পিছিয়ে থেকে তালিকায় ছয় নম্বরে রয়েছেন তুষার দেশপাণ্ডে। চেন্নাই সুপার কিংসের এই পেসারেরও দখলে ১০ উইকেট। এদিকে, তালিকায় সাত নম্বরে পৌঁছে গিয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআর বোলারের ঝুলিতে ৬ ম্যাচের শেষে ৯ উইকেট।


আরও পড়ুন- মরসুমে তিনশো রানের গণ্ডি পার, পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপ দখলেই রাখলেন ফাফ