চেন্নাই : চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। টানটান থ্রিলার শেষে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৩ রানে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও গিয়েছিল ঝুলিতে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে মুখ খোলায়, বলা ভাল বিরক্তি প্রকাশ করায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin)। আইপিএলের (IPL) কোড অফ কনডাক্ট ভাঙার দায়ে লেভেল ওয়ান দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। আম্পায়ারদের বল-বদলের সিদ্ধান্তে তিনি 'হতবাক' বলে ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন অশ্বিন, যারই খেসারত হিসেবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ খোয়াতে হল তাঁকে। 


চিপকে প্রবল শিশিরের জেরে আম্পায়াররা ম্যাচের মাঝে বদ-বদলের সিদ্ধান্ত নেন। যা নিয়ে বিস্ময় প্রকাশ করে অশ্বিন সাফ বলেন, এমন ঘটনা আগে দেখিনি। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে অশ্বিন বলেছিলেন, 'শিশিরের জন্য আম্পায়াররা বল-বদলের সিদ্ধান্ত নিচ্ছেন, এমনটা আগে দেখিনি। অবাকই হয়েছিলাম। এবারের আইপিএলে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত খানিক বিভ্রান্তই করেছে। বোলিং দল হয়েও আমরা বল পাল্টানোর কথা বলিনি। আম্পায়ারকে জিজ্ঞাসা করলে ওঁরা জানান, এই নিয়ম রয়েছে। আশা রাখি এই নিয়ম এবার থেকে আইপিএলে মেনে চলা হবে। শিশিরের সমস্যা ভোগালে বদল করা হবে ম্যাচ।' অশ্বিনের যে মন্তব্য নিয়েই ম্যাচ রেফারি তাঁকে সতর্ক করে দেন। পাশাপাশি অশ্বিনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়ার নির্দেশও দেন। 


প্রসঙ্গত, গতকালের ম্যাচে শেষ ৩ ওভারে বাকি ৫৪ রান। রাজস্থান রয়্যালসের ১৭৫/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১২২/৬। কিন্তু তবু আশা হারাননি সিএসকে ভক্তরা। কেন? ক্রিজে রয়েছেন থালাইভা মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গী বহু যুদ্ধের সৈনিক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বুড়ো হাড়ে ভেল্কি প্রায় দেখিয়ে দিয়েছিলেন ধোনি। পরের ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল সিএসকে। শেষ পর্যন্ত ১৭২/৬ স্কোরে আটকে গেল চেন্নাই। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত রইলেন ধোনি। মারলেন একটি চার ও তিনটি ছক্কা। ১৫ বলে ২৫ রান করলেন জাডেজা। সপ্তম উইকেটে মাত্র ২৬ বলে ৫০ রান যোগ করেছিলেন দুজনে। সন্দীপ শর্মার শেষ ওভারে শেষরক্ষা হল না। ছক্কা হাঁকিয়ে শুরু করেও, পরপর তিন ইয়র্কারে খেই হারাল সিএসকে। ঘরের মাঠে মাত্র ৩ রানে ম্যাচ হারতে হল সিএসকে-কে।


 


আরও পড়ুন- আবারও প্রমাণিত হল ধোনির জনপ্রিয়তা, রাজস্থান ম্যাচে মাহির ব্যাটিংয়ের সময় তৈরি হল রেকর্ড