লখনউ : লখনউয়ের দেখানো পথেই ব্যাঙ্গালোরের লখনউ-বধ। একনা স্টেডিয়ামের মন্থর-নিচু ঘূর্ণি মঞ্চে লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানের হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অত্যন্ত লো স্কোরিং ম্যাচে ১২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে গেল লখনউ ফ্র্যাঞ্চাইজি। ফিল্ডিং করার সময় পায়ে চোট পেয়ে উঠে যেতে বাধ্য হওয়ার পর পায়ে তীব্র ব্যথা নিয়েও শেষপর্বে দলের জন্য নেমেছিলেন অধিনায়ক কেএল রাহুল। যদিও দলকে অলআউট হওয়া থেকে আটকাতে পারেননি তিনি।


ব্যাঙ্গালোরের পক্ষে স্পিনার কর্ণ শর্মা ও দলে সুযোগ পাওয়া পেসার জস হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। একজন করে লখনউয়ের ব্যাটারকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হর্ষল প্যাটেল। দুটি রান আউট। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ফিরে যান কাইল মায়ার্স (০)। যারপর একে একে ক্রুণাল পাণ্ড্য (১৪), আয়ু, বাদানিরা (৪)।


দীপক হুডা (১), মার্কাস স্টোইনিস (১৩), নিকোলাস পুরাণও (৯) ব্যর্থ হন। কৃষ্ণাপ্পা গৌতম ( ২৩), অমিত মিশ্র (১৯) ছাড়া সেভাবে কেউ প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।


আরও পড়ুন- ফিল্ডিং করতে গিয়ে হোঁচট, খুঁড়িয়ে মাঠ ছাড়তে হল কেএল রাহুলকে


বৃষ্টি বিঘ্ন কাটিয়ে শেষমেশ নির্ধারিত ২০ ওভারের শেষে ১২৬ রান তোলে আরসিবি। ইনিংসের শুরুতে বিরাট কোহলি (৩১) ও দলে ফেরা অধিনায়ক ফাফ ডু প্লেসির (৪৪) লড়াই ছাড়া সেভাবে রানের খাতাই খুলতে পারলেন না ব্যাঙ্গালোরের কোনও ব্যাটসম্যান। ব্যাট চালানো তো দূরে থাক নভিন উল হক (৩/৩০), রবি বিষ্ণোই (২/২১) অমিত মিশ্রদের (২/২১) দাপটে ক্রিজে থিতুই হতে পারেন নি।


লখনউয়ের ব্যাটাররাও যখন ক্রিজে নামলেন, দেখা গেল একইরকম চিত্র। ব্যাঙ্গালোরের বোলারদের দাপটে কার্যত আত্মসমর্পণ করে ১৮ রানে ম্যাচ হারল লখনউ।                                                                  






আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?