হাযদরাবাদ: সকালটা দেখলেই বোঝা যায় সারাদিন কেমন যাবে। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে প্রথম নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে এবারের আইপিএলের শুরুতেই কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দুশোর ওপর রান বোর্ডে তুলে দিয়েছিল রাজস্থান।  সেই চাপ সামলাতে পারল না হায়দরাবাদ। ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র রানে ১৩৮ রানই বোর্ডে তুলতে পারল অরেঞ্জ আর্মিরা।


২০৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান অভিষেক শর্মা। স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই প্য়াভিলিয়নে ফেরেন অভিষেক। একেবারেই ছন্দে ছিলেন না ময়ঙ্ক আগরওয়ালও। তিনি ২৩ বলে ২৭ রান করে আউট হন। রাহুল ত্রিপাঠীও খাতার খোলার আগেই ফিরে যান। যাঁকে নিয়ে এবার সবার নজর ছিল সেই হ্য়ারি ব্রুক ২১ বলে ১৩ রান করে আউট হন। লেযার অর্ডারে আব্দুল সামাদ ৩২ রান করেন ও উমরান মালিক ২ টো ছক্কা হাঁকিয়ে ১৯ রান করেন। এছাড়া আর কেউই রান পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানই বোর্ডে তুলতে পারে সানরাইজার্স। 


ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। কিন্তু তাঁর সিদ্ধান্ত কতটা ঠিক ছিল, প্রথম ইনিংস শেষে সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ব্য়াটিংয়ের আমন্ত্রণ পাওয়ার পর রাজস্থানের ব্য়াটারদের দুরন্ত ব্যাটিং। প্রথম ৬ ওভারে ৮৭ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান। অর্ধশতরান হাঁকান রাজস্থানের তিন ব্য়াটার জস বাটলার, যশস্বী জয়সবাল ও অধিনায়ক সঞ্জু স্য়ামসন।


এদিন ব্য়াট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্য়াটিং করতে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার বাটলার ও জয়সবাল। বিশেষ করে বাটলারকে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা যায়। মাত্র ২০ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। যদিও ৫৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান ইংল্য়ান্ড ব্য়াটার। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৫ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান। বাটলার ফিরে যাওয়ার পর জয়সবালও অর্ধশতরান পূরণ করেন। তিনি ৩৪ বলে এই মাইলফলকে পৌঁছন।


মাত্র ২২ বলে ৫০ রান বাের্ড তুলে নিয়েছিল রাজস্থান। এই নিয়ে ৩ বার পাওয়ার প্লে-তেই অর্ধশতরান পূরণ করলেন বাটলার। ২০২১ সালে সিএসকের বিরুদ্ধে আবু ধাবিতে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৮১ রান বোর্ডে তুলেছিল রাজস্থান। সেটিই ছিল এতদিন পাওয়ার প্লে-তে সর্বাধিক রান রাজস্থানের। এবার স্যামসনরা নিজেদের রেকর্ড নিজেরাই ছাপিয়ে গেলেন। প্রথম ইনিংস শেষে  পাঁচ উইকেটের বিনিময়ে ২০৩ রান করে রাজস্থান।