বেঙ্গালুরু: বর্তমানে ভারতীয় ক্রীড়াজগতে বিরাট কোহলির (Virat Kohli) থেকে বড় তারকা খুঁজে পাওয়া খুবই কঠিন। বিরাটের প্রতিটি পদক্ষেপের দিকে সর্বদাই পাপারাৎজির নজর থেকে। তিনি যাই করেন, তাই শিরোনাম দখল করে নেয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজ, মঙ্গলবার, ১১ এপ্রিল বিরাট নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরালও হয়ে যায়।
একরত্তির সঙ্গে ছবি
বিরাটের পোস্ট করা ছবিতে তাঁর পাশে তাঁর মেয়ে ছোট্ট ভামিকাকেও পুলের ধারে বসে থাকতে দেখা যায়। বিরাট দুইজনের ছবির ক্যাপশনে একটি হৃদয়ের ইমোজি দেন। এপ্রিলের তপ্ত গরমে পুলে সময় কাটানো নতুন কিছু নয়। ম্যাচ শেষে অনেক খেলোয়াড়ই ক্লান্তি দূর করতে পুলে নামা পছন্দ করেন। তবে বিরাটের জনপ্রিয়তা এতটাই যে, তাঁর একরত্তির সঙ্গে দেওয়া এই ছবিটা শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
স্টোকসের পরামর্শ
মাত্র ঘণ্টাকয়েক আগেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ বলে হতাশাজনক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। সেই হারের হতাশা ভুলে আবারও পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে হবে আরসিবিকে। পরের দুই ম্যাচ হেরে খানিকটা চাপেই রয়েছে আরসিবি। তাই দিল্লি ম্যাচে নিশ্চয়ই জয়ের জন্য বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন বিরাট। সেই ম্যাচের বিরাটের ফর্মে থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচের আগে এই পুল সেশন বিরাটকে যে মানসিকভাবে চাঙ্গা হতে সাহায্য করবে, তা বলাই বাহুল্য।
আরসিবি বনাম লখনউ ম্যাচে হর্ষল পটেল (Harshal Patel) ইনিংসের শেষ বলে রবি বিষ্ণোইকে মাঁকড় আউট করার চেষ্টা করেন। শেষ বলে লখনউয়ের জয়ের জন্য এক রানই প্রয়োজন, কিন্তু হাতে এক উইকেটই অবশিষ্ট ছিল। এমন পরিস্থিতিতে হর্ষলের বল করার আগেই বিষ্ণোই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এমন অবস্থায় হর্ষল নন-স্ট্রাইকারের দিকের উইকেট ভাঙতে পারলেই ম্যাচ ড্র হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যবশত হর্ষল তা পারেননি। হর্ষলকে পুনরায় ওই বলটি করতে হয় এবং আবেশ একটি বাই রান নিয়ে লখনউকে ম্যাচ জিতিয়ে দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ব্যাটারদের আগেভাগে ক্রিজ ছাড়া আটকানোর জন্য সিএসকে অলরাউন্ডার তথা ইংল্যান্ড তারকা বেন স্টোকস (Ben Stokes) এক নতুন প্রস্তাব পেশ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্টোকস লেখেন, 'আগেভাগে কেউ যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বাড়তি সুবিধা লাভের চেষ্টা করেন, তাহলে ব্যাটিং দলকে ছয় রানের পেনাল্ট দিলে কেমন হয়? কোনও ঝুটঝামেলা বাদে তাহলে ব্যাটারদের এমনটা করা থেকে রোখা যাবে।'
আরও পড়ুন: জয়ের পর হেলমেট ছুড়ে সেলিব্রেশন, সতর্ক করা হল আবেশকে, জরিমানা ফাফের