কলকাতা: গতবারের আইপিএলটা তাঁর একদমই ভাল যায়নি। কিন্তু এবার মাঠে নেমেই প্রথম ম্যাচেই ঝোড়ো অর্ধশতরান। তিনি যে ফুরিয়ে যাননি, তাঁর জানান দিয়েছিলেন গত এশিয়া কাপে আফগানিস্তানের (Afganithan) বিরুদ্ধে সেঞ্চুরির পরই। আরসিবির জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে চলতি আইপিএলে প্রথম ম্যাচে নেমেই অপরাজিত ৮২। কলকাতা শহরে গতকাল রাতে পা রেখেছিলেন যখন, তখন থেকেই উন্মাদনার কেন্দ্রবিন্দু ছিলেন। আজ অনুশীলনে কিংগ কোহলি আসবে, আর নেটে একের পর এক ছক্কা হাঁকাবেন, এমনটাই তো দেখতে চেয়েছিল অগনিত ভক্তকুল। কিন্তু বৃথাই আশা। তিনি এলেন না। তাঁকে দেখতে আসা অসংখ্য সমর্থককে ফিরতে হল হতাশ হয়েই।


বিরাট, ম্যাক্সওয়েল ছাড়াই অনুশীলন আরসিবির


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের তিন মধ্যমণি বিরাট ছাড়া অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু মঙ্গলবার ইডেনে অনুশীলনে এলেন না এঁরা কেউই। আরসিবি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল গতকাল রাতে ফেরার পর আজ বিশ্রাম নিতে চেয়েছিলেন বিরাট। শুধু বিরাটই নন, অনুশীলনে এদিন আসেননি দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলও। প্রথম ২ জনই আগের ম্যাচে ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে দলের জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন। তবে এই তিনজন ছাড়া বাকি সবাই এসেছিলেন প্র্যাক্টিসে। বিশেষ করে আরসিবির অনুশীলনে এদিন নজর ছিল প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের দিকে। ২০১৮ থেকে ২০২১ কেকেআরের অধিনায়ক ছিলেন কার্তিক। এরপরই তিনি ২০২২ মরসুম শুরুর আগে নিলাম থেকে আরসিবি শিবিরে যোগ দেন। 


এদিন নেটে দীর্ঘক্ষণ হর্ষল পটেল ও ডেভিড উইলির বলে ব্য়াট করলেন কার্তিক। ইডেনের লোয়ার টিয়ারে তখন অনেকেই কার্তিকের জন্য গলা ফাটাচ্ছিলেন। প্রাক্তন নাইট অধিনায়কের এই মাঠ ভীষণভাবে চেনা, সমর্থকদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন ডিকে। আরসিবি শিবিরে রয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশ দীপ ও শাহবাজ আহমেদ। আকাশ দীপ মুম্বইয়ের বিরুদ্ধে রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন। ইডেন তাঁর ঘরের মাঠ। চেনা সমর্থকদের সামনে নাইটদের বিরুদ্ধে নায়ক হয়ে ওঠার সুবর্ণ সুযোগ থাকবে এই ডানহাতি পেসারের সামনে। 


ছিটকে গেলেন রজত পাতিদার


গত মরসুমের মাঝপথে বদলি হিসাবে দলে এসেই নজর কেড়েছিলেন রজত। বিশেষ প্লে-অফে আরসিবির হয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরে শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্টের শুরুর আগেই পাতিদার চোট পান। শোনা যাচ্ছিল টুর্নামেন্টের শুরুর দিকে তাঁকে চোটের জন্য পাওয়া না গেলেও, শেষের দিকে খেলবেন তিনি। তবে তা আর হচ্ছে না। একিলিস হিলের চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন রজত পাতিদার। আরসিবির তরফে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আজই পাতিদারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়।