দিল্লি : ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আতঙ্কের প্রহর কাটিয়ে ফের মাঠে প্রত্যাবর্তন। দিল্লি ক্যাপিটালসের খেলা দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হলেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর এখনও ঋষভ পন্থের (Rishabh Pant) চোট সারেনি। সেই কারণেই এবারের আইপিএলে (IPL 2023) মাঠে নামতে পারছেন না পন্থ। তবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যানেজমেন্টের তরফে বারংবারই জানানো হয়েছে যে পন্থ না খেললেও, দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগেও দিল্লি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রিকেটারদের পক্ষ থেকে পন্থকে দেওয়া বার্তার ভিডিও প্রকাশ করা হয়েছিল। এদিন কথামতো মাঠে হাজির হয়েছিলেন ঋষভ। হাতে ক্র্যাচ নিয়ে উঠে দাঁড়িয়ে একবার দিল্লির ক্রিকেটভক্তদের অভিবাদন গ্রহণ করতেও দেখা যায় তাঁকে। 


গত ডিসেম্বর মাসে দিল্লি থেকে উত্তরাখণ্ডের রুরকিতে নিজের শহরে ফেরার পথে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। একাধিক গুরুতর চোট প্রাণঘাতী হতে পারে বলেও মুহূর্তের আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই শঙ্কার মেঘ কেটে মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ঋষভের। বেশ লম্বা সময় ধরে যারপর থেকে রিহ্যাবের মধ্যে রয়েছেন ভারতীয় এই কিপার-ব্যাটার। ক্র্যাচ নিয়ে বাড়িতে হাঁটা থেকে জলের নিচে নেমে হেঁটে রিহ্যাব ট্রেনিং করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে ঋষভের বাড়িতে গিয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটারও। জনসমক্ষে এলেও চোটের পর থেকে আগে কখনও মাঠে আসেননি তিনি। গুজরাতের বিরুদ্ধে আইপিএলে দিল্লির প্রথম হোম ম্যাচে প্রথমবার মাঠে ফিরলেন তিনি। গ্যালারিতে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক তথা জিন্দাল গোষ্ঠীর কর্ণধার পার্থ জিন্দালের পাশে বসে খেলা দেখতে দেখা যায় তাঁকে।  


ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ।




আরও পড়ুন- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের লাইভ আপডেটস