মুম্বই: হাতে আর মাত্র এক সপ্তাহ। আইপিএলের প্রস্তুতি পর্ব পুরোদমে শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলো। ঘরোয়া ক্রিকেট খেলা প্লেয়াররা আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার তারকা ক্রিকেটাররাও ধীরে ধীরে যোগ দেওয়া শুরু করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিলেন দলের তারকা অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কিছুদিন আগেই মুম্বইয়ের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছেন। এবার তার দু দিনের মাথাতেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন একসময়ে জাতীয় দলে টেস্টে বিরাটের ডেপুটি। অন্য়দিকে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। তিনিও আইপিএলের জন্য অনুশীলন শুরু করে দিলেন। চেনা মেজাজেই নতুন জার্সি পরে অনুশীনে দেখা গেল গব্বরকে।


 






আইপিএলে ২০০৮ মরশুম থেকে খেললেও ২০১৯ সালের পর থেকে ব্যর্থতাই বারবার সঙ্গী হচ্ছিল রাহানের। ২০২৩ মরশুমের আগে সিএসকে-তে যোগ দেন তিনি। গত আইপিএলে ১৯ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন জিঙ্কস। এরপর কেকেআরের বিরুদ্ধে ইডেনেই ২১ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। মোট তিনশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন রাহানে। ১৪ ম্য়াচ খেলে দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ১৭০ এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রাহানে। যদিও গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকে ফেরে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। এমনকী গত রঞ্জি ট্রফিতেও একটি অর্ধশতরান ছাড়া আর কোনও বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু রঞ্জি জয়ের পর কোনও বিশ্রাম নেননি তিনি। ৩৫ পেরিয়ে এখনও যে দায়বদ্ধতা কতটা, তা বুঝিয়ে দিলেন রাহানে। সিএসকে ক্যাম্পে যোগ দিয়েই অনুশীলনে নেমে পড়লেন এই ডানহাতি ব্যাটার।


 






অন্যদিকে ভারতীয় ক্রিকেটে গব্বর নামে পরিচিত শিখর ধবনও যোগ দিলেন পাঞ্জাব শিবিরে। ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে অনেক দূরে ৩৮ বছরের বাঁহাতি ওপেনার। তবে ২০২৩ মরশুমের আগে তাঁকে অধিনায়ক নির্বাচিত করেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ট্রেভর বেলিস দলের কোচ। এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি পাঞ্জাব। এবার কি তারা পারবে?