বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2024) ইতিহাসে এমনকী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমনটা কখনও হয়েছে কি না সন্দেহ। একটা দলের চারজন বোলারই ৫০ বা তার বেশি রান খরচ করেছেন নিজেদের কোটার চার ওভারে। সানরাইজার্সের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচে আরসিবি বোলারদের দৈন্যদশা দেখে ক্ষুব্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikant)। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার আরসিবি বোলারদের রীতিমত খোঁচা দিয়ে বলেছেন, বিরাট কোহলিও যদি বল করতেন, তাহলে হয়ত এত রান খরচ করতেন না। গতকাল রিস টোপলি, লকি ফার্গুসনের মত বিশ্ব ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন বোলাররা মিলে কেউই সানরাইজার্স শিবিরে দাগ কাটতে পারেননি। মাত্র ৩ উইকেট ঝুলিতে পুরতে পারলেও ২৮৭ রান খরচ করেছেন তাঁরা। 


ম্য়াচের পর শ্রীকান্ত বলেন, ''রিস টোপলি এত খারাপ বল করল। লকি ফার্গুসন আইপিএলে আগে ভাল বল করেছে। সেও খারাপ পারফর্ম করল। আমার মনে হয় তার থেকে ভাল আরসিবি ১১ ব্যাটার নিয়েই নামুক। ফাফ ডু প্লেসিকে বলা হোক ২ ওভার বল করতে। বিরাটও ওর কোটার ৪ ওভার বল করুক। আমার মনে হয় না যে বিরাট নিজে ৪ ওভার বল করলেও এত রান খরচ করত সে। ও আগেও ভাল বল করেছে।'' শ্রীকান্ত আরও বলেন, ''এটা দেখতে ভীষণ খারাপ লাগে যখন বিরাট দেখে যে মাথার ওপর দিয়ে একের পর এক বল গ্যালারিতে গিয়ে পড়ছে।''


উল্লেখ্য, আইপিএলে এখনো পর্যন্ত মাত্র চারটি উইকেট নিয়েছেন বিরাট। ২০১১ সালে শেষবার আইপিএলে উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়া বল করেছেন শেষ বার এই টুর্নামেন্টে ২০১৬ সালে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড ১০২ রানের ইনিংস খেলেন। এছাড়া ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। শেষদিকে আব্দুল সামাদও এসে চালিয়ে খেলে ১০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। মূলত তাঁদের ব্যাটিংয়ের সুবাদেই ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স। 


জবাবে রান তাড়া করতে নেমে ২৬২ রান বোর্ডে তুলে নেয় আরসিবি। কিন্তু ম্য়াচ তবুও বাঁচাতে পারেনি তাঁরা। দীনেশ কার্তিক ৩৫ বলে ঝোড়ো ৮৩ রানের ইনিংস খেলেন পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কার সাহায্যে। ২৮ বলে ৬২ রান করে ফাফ ডু প্লেসি। গতকাল মোট ৪০ ওভারে ম্য়াচে ৫৪৯ রান বোর্ডে উঠেছিল। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও একটি ম্য়াচে সর্বাধিক।