লখনউ: এবারের আইপিএলে (IPL 2024) শুরুটা করেছিলেন সাড়া জাগিয়ে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিবেগে বল করে প্রথম শিরোনামে উঠে এসেছিলেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিবেগে বল করে নজির গড়েন ময়ঙ্ক। সেটিই চলতি আইপিএলে দ্রুততম ডেলিভারি। তার পরেই চোট পেয়ে ছিটকে যান ডানহাতি ফাস্টবোলার। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন ময়ঙ্ক। তবে তিনি যে পুরো ফিট নন, সে ইঙ্গিত ছিলই। ম্যাচে ৩.১ ওভার বল করে মাঠ ছাড়েন ময়ঙ্ক। পরে লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, ফের পুরনো চোটের জায়গাতেই ব্যথা টের পাচ্ছেন ময়ঙ্ক।


গোটা ঘটনায় বিরক্ত, ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্টবোলার ব্রেট লি (Brett Lee)। একটা সময় বিশ্বের দ্রুততম পেসার কে, তা নিয়ে ব্রেট লি, শোয়েব আখতার ও শ্যেন বন্ডের জোরাল টক্কর চলত। সেই ব্রেট লি ময়ঙ্কের চোট না সারার পুরো দায় চাপাচ্ছেন লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের ওপর। বলেছেন, 'ময়ঙ্কের সাইড স্ট্রেন বা যাই হয়ে থাকুক না কেন, সারতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। আমরা জানি না পেশির টানটা কতটা গুরুতর ছিল। কিন্তু ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছে, এরকম কারও কাছে এভাবে চোটের শুশ্রূষা মোটেও ভাল নয়। চোট সারিয়ে মাঠে ফিরে প্রথম ম্যাচেই ফের পুরনো জায়গায় চোট পাওয়ার দায় দল ও তাদের মেডিক্যাল ইউনিটকেই নিতে হবে।'


মঙ্গলবার লখনউয়ের একানায় অটলবিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুম্বইয়ের বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই খুব একটা ছন্দে দেখা যাচ্ছিল না ময়ঙ্ককে। বোঝাই যাচ্ছিল যে, হয়তো পুরোপুরি ফিট নন তিনি। অনেকদিন পর মাঠে নামায় একটা আলাদা জড়তাও কাজ করছিল। সেই আশঙ্কাই সত্যি হয় যখন মহম্মদ নবির উইকেট নেওয়ার পরেও আর বোলিং করতে পারলেন না ময়ঙ্ক যাদব। নিজের চতুর্থ ওভারের প্রথম বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। আর তা নিয়েই এবার তোপ দেগেছেন প্রাক্তন অজ়ি স্পিডস্টার।               


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।