কলকাতা: আইপিএল (IPL) মাঝপর্বে। পয়েন্ট টেবিলে চলছে সাপলুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে, তা নিয়ে চলছে বিভিন্ন অঙ্ক। তবে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। খাতায় কলমে ক্ষীণ সম্ভাবনা থাকলেও দুই দলের সামনে রয়েছে একাধিক শর্ত। অলৌকিক কিছু না ঘটলে এখান থেকে প্লে অফে ওঠা মুশকিল।


হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে অরেঞ্জ ক্যাপ নিয়েও। আপাতত যা রয়েছে বিরাট কোহলির দখলে। চলতি আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে পাঁচশো রান পূর্ণ করলেন কোহলি। ১০ ম্যাচে ১টি সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরি-সহ ৫০০ রান করেছেন বিরাট। ৭১.৪৩ গড়ে রান করছেন রানমেশিন কোহলি। স্ট্রাইক রেট ১৪৭.৪৯। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।


সপ্তদশ আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত কিছু ব্যাটিং বিস্ফোরণ দেখা গিয়েছে। আড়াইশো রানও এখন আর নিরাপদ স্কোর নয়। ইডেনে ২৬১ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অরেঞ্জ ক্যাপ নিয়েও চলছে বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে জোর টক্কর।


কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। যেমন এখন অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির মাথায়। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ।


৯ ম্যাচে ৪৪৭ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ১০ ম্যাচে ৪১৮ রান করে তিনে রয়েছেন গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। ১০ ম্যাচে ৪০৬ রান করে চারে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। ১১ ম্যাচে ৩৯৮ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচে ঋষভ পন্থ। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।