বেঙ্গালুরু: আইপিএলের (Tata IPL 2024) লিগ পর্যায়ের খেলা প্রায় শেষের পথে। কেকেআর প্লে অফে জায়গা করে নিয়েছে, বাকি তিনটি দলও মোটামুটি পাকা হয়ে যাবে আগামী দু দিনের মধ্যেই। এরই মধ্যে একে একে দেশে ফিরতে চলেছেন আইপিএল খেলতে আসা ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা। সেই তালিকায় লিয়াং লিভিংস্টোন (Liam Livingstone), জস বাটলার (Jos Buttler), উইল জ্যাকস (Will Jacks) ও রিস টোপলির মত ক্রিকেটাররা রয়েছেন। দিল্লির বিরুদ্ধে আরসিবি ৪৭ রানে জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ের সঙ্গে সঙ্গেই প্লে অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে বেঙ্গালুরু শিবির। এর পরেই আরসিবি শিবিরকে বিদায় জানিয়েছেন জ্যাকস ও টোপলি। অন্যদিকে রাজস্থান রয়্যালসের আগামী বুধবার ম্য়াচ রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্য়াচের আগে ক্যাম্প থেকে সবাইকে বিদায় জানিয়ে দেশে ফিরে গিয়েছেন জস বাটলার। আগামী ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। তার আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন প্রত্যেক ক্রিকেটার। 


মঈল আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান ও ফিল সল্ট এই ক্রিকেটাররাও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন। সূত্রের খবর, তাঁরাও চলতি সপ্তাহের মধ্যেই হয়ত দেশে ফিরতে চলেছেন। আগামী ২২ মে হেডিংলেতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। সেই ম্য়াচের আগে লিডসে ক্যাম্প হবে। সেখানেই সব ক্রিকেটাররা একসঙ্গে মিলিত হবেন। উল্লেখ্য, মঈন আলি সিএসকের হয়ে খেলেন। ফিল সল্ট কেকেআরের উইকেট কিপার ব্যাটার। স্যাম কারান ও জনি বেয়ারস্টো পাঞ্জাব কিংসের জার্সিতে খেলেন। 


 






আইপিএলে প্লে অফের দৌড়ে একমাত্র দল হিসেবে জায়গা করে নিয়েছে কেকেআর। ফলে সল্ট লিগে কেকেআরের শেষ ম্য়াচে আদৌ খেলতে পারবেন কি না এখনই নিশ্চিত নয়। অন্যদিকে জনি বেয়ারস্টো ও স্যাম কারানের দল পাঞ্জাব চলতি মরশুমে প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছেন। ফলে তাঁরা চলে গেলে খুব একটা সমস্যা হবে না পাঞ্জাবের। কিন্তু উইল জ্যাকসের না থাকাটা প্লে অফের দৌড়ে থাকা আরসিবির জন্য কিছুটা সমস্যা তৈরি করবে।