মুম্বই: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) কি দ্রাবিড়ীয় সভ্যতার শেষ? টি-টোয়েন্টি বিশ্বকাপই কি জাতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শেষ টুর্নামেন্ট?


জল্পনা ছিলই। সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ভারতীয় সিনিয়র দলের কোচের পদের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করল। ২৭ মে সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের।


আবেদনপত্র খতিয়ে দেখে, ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার পর্বের পরে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।


ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কোচ হিসাবে আবেদনকারীদের যোগ্যতার মাপকাঠি সাজিয়ে দিয়েছে। যার মধ্যে প্রথমেই আসছে বয়স। আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমা ৬০ বছর। অর্থাৎ বেশি বয়সী কাউকে দলের কোচ হিসাবে চাওয়া হচ্ছে না। আবেদনকারীকে দেশের হয়ে অন্তত ৩০টি টেস্ট ম্যাচ কিংবা ৫০টি ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। অথবা কোনও আইসিসি-র টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশকে ২ বছরের কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। বা, তিন বছর আইপিএল বা সমতুল্য কোনও দলের, জাতীয় এ দলের কোচিং করিয়েছেন, এরকম কেউই আবেদন করতে পারবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের লেভেল থ্রি কোচিং কোর্স করা কেউও আবেদন করতে পারবেন।


আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই শেষ হচ্ছে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ। তারপরই নতুন কোচ ঘোষণা করা হবে। যাঁকে দায়িত্ব দেওয়া হবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য। দলের সমস্ত ভাল মন্দের দায়িত্ব বর্তাবে সেই কোচের ওপরই।


 






বোর্ডের সচিব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ জানিয়েছেন, চাইলে দ্রাবিড়ও আবেদন করতে পারবেন। বোর্ড সচিব জয় শাহ বলেছিলেন, 'জুন মাসের পরে কোচের পদে দ্রাবিড়ের মেয়াদ ফুরোচ্ছে। কিন্তু তার পর চাইলে তিনি কোচ হওয়ার জন্য আবারও আবেদন করতে পারেন।' তবে শোনা যাচ্ছে, দ্রাবিড় পুনরায় ভারতীয় দলকে কোচিং করানোর ব্যাপারে আগ্রহী নাও হতে পারেন।     


আরও পড়ুন: খলনায়ক বৃষ্টি, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল গুজরাত, প্রথম দুই নিশ্চিত কেকেআরের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।