চেন্নাই: গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হিসাবে ফিরেই নিক্ষেপ করেছেন ওপেনার সুনীল নারাইন ব্রহ্মাস্ত্র। ক্যারিবিয়ান তারকার ব্যাটের চাবুকে ফালাফালা হচ্ছে সব প্রতিপক্ষ। টানা তিন ম্যাচ জিতে আইপিএলেও দৌড়চ্ছিল কলকাতা নাইট রাইডার্সের অশ্বমেধ।
দৌড়চ্ছিল লিখতে হচ্ছে, কারণ, সোমবার চিপকে হোঁচট খেল নাইটদের (CSK vs KKR) ব্যাটিং। চলতি আইপিএলে প্রথমবার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর প্রথমে ব্যাট করে আটকে গেল ১৩৭/৯ স্কোরে।
গম্ভীরের ব্রহ্মাস্ত্র এদিনও ব্যাট হাতে স্ফূলিঙ্গ ছড়াতে শুরু করেছিল। ইনিংসের প্রথম বলেই তুষার দেশপাণ্ডে কোনও রান করার আগেই ফিল সল্টকে তুলে নিয়েছিলেন। কিন্তু নারাইন চালাতে শুরু করলেন। সঙ্গে পেলেন নবাগত অঙ্গকৃষ রঘুবংশীকে। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৫৬ রান যোগ করলেন দুজনে। যে তুষার প্রথম বলেই উইকেট তুলেছিলেন, প্রথম ওভারে খরচ করেছিলেন মাত্র ১ রান, তাঁরই পরের ওভারে নারাইন নিলেন ১৯। জোড়া চার, একটি ছক্কা। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ৫৬/১। ওভার প্রতি কার্যত ১০ রান করে তুলছিল কেকেআর।
তখনও কেউ কি ভাবতে পেরেছিলেন যে, প্রথম ৬ ওভার ফিফথ গিয়ারে গাড়ি ছোটানো কেকেআর ব্যাটাররা পরের ১৪ ওভারে ঘূর্ণির ট্র্যাফিক জ্যামে আটকে পরবেন! পাওয়ার প্লে-র হাইওয়ে পেরলেই কেকেআরকে পড়তে হবে গ্রামের কাদায় ভরা কাঁচা রাস্তায়!
সপ্তম ওভারে রবীন্দ্র জাডেজার হাতে বল তুলে দিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মোক্ষম চাল। প্রথম বলেই অঙ্গকৃষকে তুলে নিলেন জাড্ডু। ১৮ বলে ২৪ রান করে ফিরলেন তিনি। সেই ওভারেই পঞ্চম বলে আরও বড় ধাক্কা। নারাইনকে (২০ বলে ২৭ রান) ফেরালেন জাডেজা। এক ওভার পরে বেঙ্কটেশ আইয়ারকেও তুলে নিলেন তিনি। শ্রীলঙ্কার স্পিনার মহেশ তিকশানার বলে বোল্ড হয়ে গেলেন রামনদীপ সিংহ। স্পিনের ফাঁদে পড়ে তখন হাঁসফাঁস দশা কেকেআরের।
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বুঝে গিয়েছিলেন, এই পিচে আর যাই হোক, ব্য়াট হাতে ফ্ল্যামবয়েন্স চলবে না। বরং প্রয়োজন ধৈর্য। নিষ্ঠা। সংকল্প। যা কিছুটা দেখা গেল তাঁর ব্যাটিংয়ে। ৩২ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শ্রেয়স। কেকেআরের বিগহিটার আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহরা নিষ্প্রভ। কঠিন পিচে ধুমধাড়াক্কা ব্যাটিং আটকে যেতেই যেন ফাঁপড়ে দুই কেকেআর তারকা।
প্রথমার্ধেই বল ঘুরেছে, থমকে এসেছে। রিঙ্কুর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে অনুকূল রায়কে নামিয়ে দিয়েছে কেকেআর। সঙ্গে নারাইন। পাল্টা স্পিনের প্যাঁচে কি মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়দের বাঁধতে পারবে নাইট শিবির?
আরও পড়ুন: ২২ গজে ব্যাট হাতে ছন্দে ঋষভ, তাই খালি পায়ে ৪৬ কিলোমিটার হেঁটে ব্রতপালন ঊর্বশীর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।