চেন্নাই: স্মৃতি বিজড়িত চিপক। যে মাঠে ১২ বছর আগে চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১২ সালে যে ম্যাচে কেকেআরের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখন যিনি নাইটদের মেন্টর।
পয়মন্ত সেই মাঠে সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে কেকেআর। টস জিতে নাইটদের প্রথমে ব্যাটিং করতে পাঠালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সিএসকে অধিনায়ককে স্বস্তি দেবে একটা ব্যাপার। আর সেটা হল, ভিসা প্রক্রিয়া মিটিয়ে বাংলাদেশ থেকে ফিরে এসেছেন দুরন্ত ছন্দে থাকা পেসার মুস্তাফিজুর রহমান। কেকেআরের বিরুদ্ধে তিনি খেলছেনও। একটা সময় আইপিএলের পার্পল ক্যাপ ছিল তাঁর মাথায়। যদিও সেই ক্যাপ ছিনিয়ে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সোমবার ফের কাটার অস্ত্রে ভয়ানক হয়ে উঠতে পারবেন বাংলাদেশের বাঁহাতি পেসার?
টসের পর সিএসকে অধিনায়ক রুতুরাজ বলেছেন, 'টস জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বেশ আর্দ্রতা রয়েছে। আমরা প্রথমে বোলিং করব।' পরপর দুই ম্যাচ হরেরে নামছে সিএসকে। রুতুরাজ অবশ্য বলেছেন, 'তাতে আমাদের আত্মবিশ্বাস ধাক্কা খায়নি। কারণ, আমরা সামান্য ব্যবধানে হেরেছি। এই ম্য়াচে জিততে মুখিয়ে রয়েছি। মুস্তাফিজুর ফিরেছে। শার্দুলও খেলছে এই ম্যাচে।' তবে মাথিশা পাথিরানা এখনও ফিট নন। তিনি কেকেআরের বিরুদ্ধে খেলছেন না।
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। কেমন হল কেকেআরের দল? কারা খেলছেন একাদশে? শ্রেয়স বলেছেন, 'দলের প্রত্যেকে নিজেদের ভূমিকা পালন করছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে। আমাদের সব কিছু সহজ, সরল রাখতে হবে।' আগের ম্য়াচের দলই ধরে রেখেছেন, জানিয়েছেন শ্রেয়স।
চেন্নাই সুপার কিংসের একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ডারিল মিচেল, সমীর রিজভি, রবীন্দ্র জাডেজা, ডারিল মিচেল, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপাণ্ডে ও মহেশ তিকশানা।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহ, মিচেল স্টার্ক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।