CSK vs RCB LIVE Score: হার দিয়ে শুরু আরসিবির আইপিএল অভিযান, ৬ উইকেট ম্য়াচ জিতল সিএসকে
CSK vs RCB LIVE Score, IPL 2024: সিএসকে বনাম আরসিবির লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে? সিএসকে এবং আরসিবি আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে।
আট বল বাকি থাকতেই ম্য়াচ জিতল সিএসকে। ৩৪ রানে অপরাজিত থাকলেন শিভম দুবে। ২৫ রানে অপরাজিত থাকলেন জাডেজা।
শেষ তিন ওভারে ১৮ রান প্রয়োজন সিএসকের। ক্রিজে আছেন জাডেজা ও দুবে। হাতে রয়েছে এখনও ৬ উইকেট।
১৩ ওভার শেষে ১১৪ রান বোর্ডে তুলতে চার উইকেট হারাল সিএসকে। আউট হলেন ড্যারেল মিচেল। ২২ রান করেন তিনি।
সিএসকের তৃতীয় উইকেটের পতন। ১৯ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অজিঙ্ক রাহানে। দলের স্কোর ১১ ওভারে ১০২/৩।
সিএসকের দ্বিতীয় উইকেটের পতন। করণ শর্মার বলে ১৫ বলে ৩৭ রান করে আউট হলেন রাচিন রবীন্দ্র।
৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলে নিল সিএসকে। ক্রিজে আছেন রাচিন রবীন্দ্র ও অজিঙ্ক রাহানে।
রান তাড়া করতে নেমে প্রথম ৪ ওভারে ৩৮ রান তুলতে ১ উইকেট হারাল সিএসকে। ১৫ রান করে যশ দয়ালের বলে ক্যাচ আউট হলেন রুতুরাজ।
শেষ পাঁচ ওভারে ৭১ রান বোর্ডে তুলল আরসিবি। ২০ ওভার শেষে কার্তিকরা থামলেন ১৭৩/৬-এ।
মারমুখি ব্যাটিং অনুজ রাওয়াতের। দীনেশ কার্তিকের সঙ্গে জুটি বেঁধে অর্ধশতরান পার্টনারশিপ পেরলেন।
দুরন্ত ফিল্ডিং। মুস্তাফিজুরের তিন উইকেট। ২১ রান করে ফিরলেন বিরাট কোহলি। আরসিবির চতুর্থ উইকেটের পতন।
১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭৬ রান তুলে নিল আরসিবি। ক্রিজে আছেন বিরাট ও ক্যামেরন গ্রিন।
দীপক চাহারের বলে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন গ্লেন ম্য়াক্সওয়েল। টানা তৃতীয় উইকেটের পতন আরসিবির।
খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন রজত পাতিদার। মুস্তাফিজুর নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন।
দুরন্ত ইনিংস খেলে আউট ফাফ ডু প্লেসি। ২৩ বলে ৩৫ রান করে আউট হলেন আরসিবি অধিনায়ক। উইকেট নিলেন মুস্তাফিজুর রহমন।
টস জিতলেন ফাফ ডু প্লেসি। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবি অধিনায়কের।
বন্দেমাতরম গাইলেন সোনু নিগম। মা তুঝে সেলাম গানে মাঠ কাঁপালেন কিংবদন্তি এ আর রহমন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতালেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ও তরুণ সেনসেশন টাইগার শ্রফ।
চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারির কানাচে কানাচে হলুদ জার্সির ভিড়। শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।
আর কিছুক্ষণ পরেই শুরু হবে আইপিএলের সতেরোতম মরশুমের প্রথম ম্য়াচ। মুখোমুখি চেন্নাই ও আরসিবি।
প্রেক্ষাপট
আইপিএলের সতেরাে তম সংস্করণের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (CSK vs RCB) একে অপরের মুখোমুখি হবে। সিএসকের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। সিএসকে বনাম আরসিবি মানেই দুই মহাতারকা মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলির লড়াই। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীরা খুবই উৎসাহিত। তবে আইপিএলের ইতিহাস কী বলছে?
সিএসকে বনাম আরসিবির লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে? সিএসকে এবং আরসিবি আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। এর মধ্যে আরসিবি জিতেছে মাত্র ১০টি ম্যাচ, ২০টি ম্যাচেই জয়ী হয়েছে সিএসকের হলুদ ব্রিগেড। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে।
২০০৮ সালে দুই দল প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সিএসকে ১৩ রানে আরসিবিকে হারায়। এবার ৩২ নম্বর বার দুইদল মুখোমুখি হতে চলেছে। ম্যাচের আগে জোরকদমে অনুশীলন সারছেন আরসিবি তারকা। সেই অনুশীলনেই এক মজাদার ঘটনা ঘটল। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর আইপিএলের মাধ্য়মেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন সদ্য দ্বিতীয়বারের জন্য বাবা হওয়া বিরাট কোহলি।
আরসিবি তারকা অনুশীলন তথা ম্যাচ প্রস্তুতি বারংবার সকলেরই প্রশংসা কেড়েছে। আইপিএল শুরুর আগেও তিনি একাগ্রভাবে নেটে কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ মেরে অনুশীলন সারলেন। কোহলির নেটে ব্যাটিংয়ের সময়ই তাঁর ঠিক পিছনেই অবিকল কোহলিকে নকল করলেন তাঁর সতীর্থরা। ব্যাটিং স্টান্স থেকে ফিল্ডিং করার সময় কোহলির অঙ্গভঙ্গি সবেরই দেখা মিলল।
কোহলির ব্যাটিং স্টান্স এবং কভার ড্রাইভ মারা নকল করার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। ফিল্ডিংয়ের সময় কোহলির অঙ্গভঙ্গি নকল করে দেখান ম্যাক্সওয়েলরই পাশে দাঁড়ানো মহম্মদ সিরাজ। গোটা ঘটনার ভিডিওটি আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোডও করা হয়। ভিডিওটি নেটিজেনদের বেশ নজরও কেড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -