CSK vs RCB LIVE Score: হার দিয়ে শুরু আরসিবির আইপিএল অভিযান, ৬ উইকেট ম্য়াচ জিতল সিএসকে

CSK vs RCB LIVE Score, IPL 2024: সিএসকে বনাম আরসিবির লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে? সিএসকে এবং আরসিবি আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে।

ABP Ananda Last Updated: 23 Mar 2024 12:00 AM

প্রেক্ষাপট

আইপিএলের সতেরাে তম সংস্করণের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (CSK vs RCB) একে অপরের মুখোমুখি হবে। সিএসকের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত...More

CSK vs RCB LIVE Scroe: জয় সিএসকের

আট বল বাকি থাকতেই ম্য়াচ জিতল সিএসকে। ৩৪ রানে অপরাজিত থাকলেন শিভম দুবে। ২৫ রানে অপরাজিত থাকলেন জাডেজা।