চেন্নাই: রবিবারের চিপকের দিকে নজর চেন্নাই সুপার কিংস (CSK vs RR) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) - দুই দলেরই ক্রিকেটপ্রেমীদের। কারণ, এদিন ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের সামনে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড়ে ভাল জায়গায় থাকতে জিততেই হবে সিএসকে-কে। আর মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) জয় মানে কেকেআর শিবিরেও হাসি ফুটবে। কারণ, রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নিতে পারে কেকেআরের থেকে। সঞ্জু স্যামসনরা হেরে গেলে লাভ তাই নাইটদেরও।


আর নাইট শিবিরকে প্রাথমিক স্বস্তি দিয়ে রাজস্থান রয়্যালসকে মাত্র ১৪১/৫ স্কোরে আটকে রাখলেন সিএসকে বোলাররা। সিএসকে-র সব বোলারই নিয়ন্ত্রিত বোলিং করলেন। যেখানে এবারের আইপিএলে কার্যত সব ম্যাচে চার-ছক্কার বন্যা, সেখানে সিএসকে-র সবচেয়ে বেশি রান খরচ করা বোলারের নাম শার্দুল ঠাকুর। ৪ ওভারে যিনি দিয়েছেন মোটে ৩২ রান!


সিএসকে বোলারদের মধ্যে সেরা সিমরজিৎ সিংহ। পেস বোলিং বিভাগ নিয়ে বারবার সমস্যায় পড়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মুস্তাফিজুর রহমান বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন। একটা সময় পার্পল ক্যাপের মালিকও ছিলেন তিনি। তবে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাঁকে ছেড়ে দিতে হয়েছে। গোদের ওপর বিষফোঁড়ার মতো, চোট পেয়ে বাকি আইপিএলে অনিশ্চিত শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। তিনি দেশে ফিরে গিয়েছেন। চোট রয়েছে দীপক চাহারেরও। তবে সেই অভাবটা ঢেকে দিচ্ছেন সিমরজিৎ সিংহ। রবিবার ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। সিএসকে বোলারদের মধ্যে তিনিই সেরা। 


তিনি ছাড়াও বল হাতে নজর কেড়ে নিয়েছেন তুষার দেশপাণ্ডে (৪ ওভারে ৩০ রানে ২ উইকেট), রবীন্দ্র জাডেজা (৪ ওভারে ২৪ রান), মহেশ তিকশানা (৪ ওভারে ২৮ রান)। 


 






রাজস্থান ব্যাটারদের মধ্যে একমাত্র লড়াই করলেন রিয়ান পরাগ। ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৮ বলে ২৮ রান করেন ধ্রুব জুরেল। ম্যাচ জিততে ধোনি-রুতুরাজ গায়কোয়াড়দের তুলতে হবে ১৪২ রান।


আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।