বেঙ্গালুরু: নাগাড়ে ছয় হার। আইপিএলের প্লে-অফের দৌড় থেকে মাঝমরশুমেই কার্যত ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু টানা চার ম্যাচ জিতে এখনও সেই দৌড়ে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আজ পাঁচে পাঁচ করার লক্ষ্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে আরসিবি (RCB vs DC)। এই ম্যাচেই অনন্য নজির গড়তে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
এমনিতেই কোহলির রেকর্ড ভাঙা, গড়ায় নতুন বিষয় কিছুই নেই। এটা তাঁর কার্যত রোজনামচা। আজও তিনি মাঠে নামলে গড়ে ফেলবেন অনন্য এক রেকর্ড। প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন কোহলি। কোহলির আগে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, দীনেশ কার্তিকরা ২৫০টি আইপিএল ম্যাচ খেলেছেন বটে। তবে এই সকল ক্রিকেটাররাই এই মেগা টুর্নামেন্টে একাধিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কোহলি কিন্তু আরসিবি বাদে আর কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেললেননি। তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে তাই এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০তম আইপিএল ম্যাচ খেলার কৃতিত্ব গড়তে চলেছেন
দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও কোহলির ব্যক্তিগত ফর্ম নিয়ে কিন্তু কোনও সংশয় থাকতে পারে না। হাজারো সমালোচনার মাঝেও কোহলি এ মরশুমেও দুরন্ত ছন্দে। ১২ ম্যাচে ৭০.৪৪ গড়ে ৬৩৪ রান করেছেন কোহলি। পাঁচটি অর্ধশতরানের পাশাপাশি একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে বটে। তবে চলতি মরশুমে তাঁর স্ট্রাইক রেট ১৫৩.৫১। তিনি বর্তমানে টুর্নামেন্টেক সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। তবে দলের ট্যালিসম্যানের এহেন পারফরম্যান্স সত্ত্বেও ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাতে রয়েছে আরসিবি।
প্লে-অফে পৌঁছতে কোহলিদের যে পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। এছাড়া মুম্বইয়ের লখনউকে হারাতে হবে এবং গুজরাত টাইটান্সের এক ম্যাচ হারতে হবে। তাহলে আরসিবি উপরের তিন দলের সঙ্গে সমানসংখ্যক ১৪ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। সেক্ষেত্রে নেট রান রেটের নিরিখে আরসিবি আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারে। চ্যালেঞ্জটা কঠিন হলেও, অসম্ভব কিন্তু নয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আরসিবি ম্যাচের আগে 'বিশেষ প্রতিভা' অভিষেক পোড়েলের প্রশংসায় পঞ্চমুখ দিল্লি ক্য়াপিটালস কোচ পন্টিং