মুম্বই: আইপিএলে খেলতে এই মুহূর্তে ভারতে তিনি। আফগানিস্তানের (Afganistan Cricket Team) ক্রিকেট কিংবদন্তি মহম্মদ নবি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সদস্য়। আগের ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে বল হাতে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন। তবে এবার অনুশীলনে বল হাতে বেশ সমস্যায় পড়তে হল তাঁকে। শুধু সমস্যাই নয়, রীতিমত ছক্কা হজম করতে হল অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। শুধু ছক্কাই নয়। রীতিমত হেলকপ্টার শট ধেয়ে এল উল্টোদিক থেকে।
আপনারা ভাবছেন কে হেলিকপ্টার শট মারছেন নবির বলে? আসলে এক খুদে। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিচয়ে যে নবির ছেলে। ভারতে এসেছেন পরিবার নিয়েই আফগান তারকা। মুম্বইয়ের জার্সিতে অনুশীলনে নেমেছিলেন নবি। বাবার হাত ধরে মাঠে ঢুকে ব্যাটে-বলে ঠোকাঠুকি করতে দেখা গিয়েছে খুদে নবিকেও। আর সেখানেই বাবার বলে খুদে নবি ছক্কা হাঁকালেন ধোনির স্টাইলে।
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে একটি ভিডিও। সেখানে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে, ''এই একটা ছক্কা নবির ব্যাট থেকে।'' এবারের আইপিএলে প্রথম থেকে মুম্বইয়ের জার্সিতে একাদশে সুযোগ পাননি তিনি। আগের ম্য়াচেই খেলতে নেমেছিলেন প্রথমবার। তবে এখনও পর্যন্ত মোট ৬ মরশুম খেলেছেন নবি এই টুর্নামেন্টে। ১৯ ম্য়াচে মোট ১৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ১৮০ রান করেছেন। দিল্লির বিরুদ্ধে গত ম্য়াচে নিজের ২ ওভার স্পেল করেছেন নবি। সেখানে ১৭ রান খরচ করলেও কোনও উইকেট নেননি তিনি।
এদিকে, আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত নিজেরা চারটি ম্য়াচ খেলে একটি ম্য়াচেও হারেনি সঞ্জু স্যামসনের দল। অন্য়দিকে গুজরাত টাইটান্স মোট ৫ ম্য়াচ খেলেছে এখনও পর্যন্ত। দুটো ম্য়াচ জয় ও তিনটি ম্য়াচে হারতে হয়েছে তাদের। নিজেদের অপরাজিত তকমা কি বজায় রাখতে পারবে স্যামসন ব্রিগেড? গিলরাও কিন্তু চাইবে বেগ দিতে। রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মান সিংহ স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু টুর্নামেন্টের ইতিহাসে মোট ৫ বারের সাক্ষাতে গিলরাই সর্বাধিক ৪ বার জিতেছে। তাই আজ আত্মবিশ্বাসী হয়েই বোল্টদের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত শিবির।