বিশাখাপত্তনম: প্রায় ২০ বছর আগের কথা। সাল ২০০৫। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তখন ভারতীয় দলের অধিনায়ক। ঘরের মাঠে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বিশাখাপত্তনমের ওয়ান ডে ম্যাচে কাঁধ পর্যন্ত চুলের এক তরুণকে নিজের আগে, তিন নম্বরে ব্যাট করতে পাঠালেন সৌরভ। মহম্মদ সামি, নাভেদ উল হাসান, আব্দুল রজ্জাক সমৃদ্ধ পাক বোলিংকে ছিন্নভিন্ন করে সেঞ্চুরি করলেন সেই তরুণ। ম্যাচ জিতল ভারত। বাকিটা ইতিহাস।


পরবর্তীকালে সেই তরুণকে ক্রিকেট বিশ্ব চিনেছে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) নামে। জোড়া বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচটি আইপিএল খেতাব, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মুকুট - ধোনির মাথায় উঠেছে একের পর এক তাজ।


ফের সেই বিশাখাপত্তনম। ফের একসঙ্গে মাঠে থাকবেন ধোনি ও সৌরভ। যদিও সৌরভ এখন বসেন ডাগ আউটে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টর যে তিনি। আর ধোনি নেতৃত্ব ছাড়লেও, এখনও চেন্নাই সুপার কিংস শিবিরের সেরা ভরসা। রবিবার বিশাখাপত্তনমে দুজনে দুই প্রতিপক্ষ শিবিরে। দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে।


কাকতালীয় হল, সেই মাঠে ধোনি ফিরছেন ফের কাঁধ পর্যন্ত চুল নিয়ে। হেয়ারস্টাইল অবশ্য আগের চেয়ে বদলেছে। বদলেছে দলে তাঁর ভূমিকাও। তিনি এখন শুধু ক্রিকেটার নন, বকলমে মেন্টরও। গত আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। এবার টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে। রবিবার সিএসকে নামবে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে।


দিল্লি ক্যাপিটালস সম্পূর্ণ বিপরীত মেরুতে। ঋষভ পন্থ ফিরেছেন নেতৃত্বের ব্যাটন-সহ। তবু পরপর দুই ম্য়াচে হার। রবিবার হারের হ্যাটট্রিক বাঁচানোর লড়াই তাঁদের। মান বাঁচাতে পারবে কি সৌরভের দল?


সিএসকে ব্যাটিংয়ের এমনই গভীরতা যে, ধোনিকে ব্যাট করতে নামতেই হচ্ছে না। পন্থ ফিরেছেন। ডেভিড ওয়ার্নার ছন্দে রয়েছেন। তবু দিল্লির ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন রয়েছে। বোলিংও খুব একটা স্বস্তিদায়ক নয়। ইশান্ত শর্মার চোট। আবার, চোট সারিয়ে মাঠে ফিরে দাগ কাটতে পারছেন না অনরিক নখিয়া ও ঝাই রিচার্ডসন। শাই হোপও চোট পেয়েছেন। আগের ম্যাচে খেলতে পারেননি।


বিশাখাপত্তনম দিল্লি ক্যাপিটালসের নতুন হোমগ্রাউন্ড। তবে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে পন্থদের। এই মাঠে পরপর দু'ম্যাচ খেলবে দিল্লি। রবিবার সিএসকে-র বিরুদ্ধে ও বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। বিশাখাপত্তনমে দিল্লির রেকর্ড ভাল নয়। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে। ২০১৯ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিএসকে-ই হারিয়েছিল তাদের। রবিবার কী হবে?


আরও পড়ুন: ম্যাচ হেরেও উপহার প্রতিপক্ষকে, মন জিতে নিলেন বিরাট, কুর্নিশ কেকেআরের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে