বেঙ্গালুরু: টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ওপেন করতে পছন্দ করেন। আইপিএলে (IPL 2024) গত কয়েক মরশুম ধরেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ইনিংস ওপেন করছেন। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ইনিংস ওপেন করে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
তিনি বিরাট কোহলি (Virat Kohli)। কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পরেও দলের হার রুখতে পারেননি। যদিও তাঁকে ঘিরে তৈরি হওয়া সংশয়কে গ্যালারিতে উড়িয়েছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তিনি যে তৈরি, বুঝিয়ে দিয়েছেন বিরাট। দলের পরাজয়ের পর সতীর্থদের উৎসাহ দিতেও আসরে নামলেন বিরাট।
আরসিবি শিবির থেকে একটা প্রচলন শুরু হয়েছে। আর সেটা হল, ম্যাচে দলের সেরা পারফর্মারকে পুরস্কৃত করা। যে প্রচলন কেকেআরেও রয়েছে। শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির পারফরম্যান্সও দলকে জেতাতে পারেনি। উল্টে, কেকেআরের কাছে সাত উইকেটে পর্যুদস্ত হতে হয়েছে আরসিবিকে। তবু ম্যাচের সেরা হিসাবে তাঁকে পুরস্কৃত করেছে আরসিবি। ম্যাচের পর ড্রেসিংরুমে কোহলির হাতে পুরস্কার তুলে দেন সতীর্থ গ্লেন ম্য়াক্সওয়েল। বলেন, 'এই ম্যাচে হারলেও আমাদের বেশ কয়েকজন ভাল পারফর্ম করেছে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে নজর কেড়ে নিয়েছে বৈশাখ। তবু, ম্যাচের সেরা পারফর্মার বিরাট।'
কোহলি লাজুক হেসে পুরস্কার গ্রহণ করেন। মজা করে জানান, কত রাত ধরে তিনি এই পুরস্কার নিয়ে ভাববেন। তারপর বলেন, 'মজা বাদ দিয়ে বলি, আমরা হেরে গিয়েছি ঠিক কথা। তবে এর চেয়ে অনেক ভাল ক্রিকেট খেলার দক্ষতা আমাদের রয়েছে। আমরা সকলেই জানি, রাতটা কঠিন কেটেছে আমাদের। আমাদের মেনে নিতে হবে আর সামনের দিকে এগোতে হবে নিজেদের দক্ষতায় একইরকম বিশ্বাস আর সাহস দেখিয়ে। সেটাই আমরা করতে পারি। সেই পথেই থাকা যাক।'
মঙ্গলবার, ২ এপ্রিল আরসিবির পরের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।
আরও পড়ুন: ম্যাচ হেরেও উপহার প্রতিপক্ষকে, মন জিতে নিলেন বিরাট, কুর্নিশ কেকেআরের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে