বিশাখাপত্তনম: সামনে ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। যে ম্যাচ আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে ইজ্জতের লড়াই। কেকেআর টিম মালিকের নাম যে শাহরুখ খান। আর কেকেআর থেকে সৌরভের নেতৃত্ব যাওয়া থেকে শুরু করে দল ছেড়ে পুণে ওয়ারিয়র্সে যোগ দেওয়া, লম্বা ইতিহাস রয়েছে।
বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর হিসাবে সৌরভ চাইবেন কৌশলে বাজিমাত করতে। সঙ্গে কোচ হিসাবে রয়েছেন বিশ্বকাপজয়ী রিকি পন্টিং। সব মিলিয়ে স্ট্র্যাটেজিতে ধাক্কা দিতে চাইবে দিল্লি।
যদিও বুধবারের ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের চিন্তা, দলের সেরা স্পিনার কুলদীপ যাদব ফিট কি না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি চায়নাম্যান স্পিনার। বুধবার তিনি খেলতে পারবেন কি না, নিশ্চয়তা নেই।
দিল্লির ভরসা কেকেআরের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের রেকর্ড। কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ওয়ার্নার। ১০৭৫ রান। সর্বোচ্চ ৯৯। যা তিনি করেছিলেন ২০১৯ সালের আইপিএলে। আগের ম্যাচে নেমেই যেভাবে পৃথ্বী শ রান পেয়েছেন এবং ডেভিড ওয়ার্নার যেরকম ছন্দে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে পৃথ্বীর ব্যাটিং গড় ৪৫। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ঈর্ষণীয়। একাদশে থাকবেন বাংলার দুই ক্রিকেটার - মুকেশ কুমার ও অভিষেক পোড়েল। নিজেদের শহরের দলের বিরুদ্ধে যাঁরা প্রমাণ করতে মুখিয়ে থাকবেন।
দিল্লি প্রথমে ব্যাট করলে পৃথ্বী একাদশে থাকবেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামবেন ললিত যাদব বা রসিক সালাম। প্রথমে ফিল্ডিং করলে হবে উল্টোটা। অর্থাৎ, ব্যাটিংয়ের সময় পৃথ্বী নামবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।
অন্যদিকে, কেকেআর প্রথমে ব্যাট করলে খেলবেন অঙ্গকৃষ রঘুবংশী। পরে তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে বরুণ চক্রবর্তী বা সূয়স শর্মার মধ্যে কোনও একজন নামবেন।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, ট্রিস্টান স্টাবস, অক্ষর পটেল, অভিষেক পোড়েল, অনরিক নখিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আমেদ ও ললিত যাদব/রসিক সালাম।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, মিচেল স্টার্ক, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী/সূয়স শর্মা।
আরও পড়ুন: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের ডেরায় কেকেআরের পরীক্ষা, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে