DC vs SRH LIVE Score: কাজে এল না পন্থের লড়াই, হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে হার দিল্লির
IPL 2024, DC vs SRH LIVE Score:আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড চলতি টুর্নামেন্টেই একবার গড়ে ফের তা ভেঙে নতুন মাইলফলক গড়েছে হায়দারাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা রয়েছেন দুরন্ত ছন্দে।
১৯৯ রানে অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। ৬৭ রানে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান বোর্ডে তুলল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে লড়ে যাচ্ছেন পন্থ। ললিতকে ফেরালেন নটরাজন।
আক্রমণে এসেই উইকেট তুলে নিলেন নীতিশ রেড্ডি। ফিরিয়ে দিলেন ট্রিস্টান স্টাবসকে। ১০ রান করে ফিরলেন স্টাবস।
৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে আছেন ফ্রেসার ম্য়াকগ্রুক ও অভিষেক পোড়েল।
১ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন ডেভিড ওয়ার্নার।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৬ রান বোর্ডে তুললেন পৃথ্বী। কিন্তু এরপরই ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে গেলেন ডানহাতি ওপেনার।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান বোর্ডে তুলে নিল সানরাইজার্স। অর্ধশতরান হাঁকিয়ে ৫৯ রানে অপরাজিত থাকলেন শাহবাজ আহমেদ।
আব্দুল সামাদ আউট। ৮ বলে ১৩ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি।
৫ উইকেটের পতন সানরাইজার্সের। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেললেন নীতিশ রেড্ডি।
১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান বোর্ডে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজরার্সের দ্বিতীয় উইকেটের পতন। ১ রান করেই কুলদীপের দ্বিতীয় শিকার হলেন এইডেন মারক্রাম।
সানরাইজার্সের প্রথম উইকেটের পতন। ১২ বলে ৪৬ রান করে ফিরলেন অভিষেক শর্মা।
আইপিএলের ইতিহাসে প্রথম পাঁচ ওভারে সবচেয়ে বেশি রান বোর্ডে তোলার নজির গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। কোনও উইকেট না হারিয় ১০৩ রান বোর্ডে তুলে নিল তারা।
অর্ধশতরান হাঁকালেন ট্রাভিস হেড। ১৬ বলে ৫০ রান পূরণ করলেন।
প্রথম চার ওভারেই কোনও উইকেট না হারিয়ে ৮৯ রান বোর্ডে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
প্রেক্ষাপট
আর শনিবার নয়াদিল্লিতে প্রথম ম্য়াচে পন্থদের সামনে হেনরিখ ক্লাসেনের সানরাইজার্স হায়দরাবাদ। যারা আইপিএলে একের পর এক ব্যাটিং বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড চলতি টুর্নামেন্টেই একবার গড়ে ফের তা ভেঙে নতুন মাইলফলক গড়েছে হায়দারাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা রয়েছেন দুরন্ত ছন্দে।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর দিল্লির জনতার সামনে এই প্রথম খেলতে নামবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। শুরুর দিকে মন্থর ব্যাটিং করলেও, টুর্নামেন্ট যত এগোচ্ছে, ছন্দ ফিরে পাচ্ছেন পন্থ। সাত ম্যাচে জোড়া হাফসেঞ্চুরি সহ ২১০ রান করেছেন পন্থ। তাঁর স্ট্রাইক রেট ১৫৬.৭২, যা ২০১৯ সালের পর থেকে আইপিএলে সর্বোচ্চ। উইকেটের পিছনেও দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। আগের ম্যাচে মূলত উইকেটকিপিংয়ের জন্যই সেরার স্বীকৃতি পেয়েছিলেন পন্থ।
তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পন্থদের পরীক্ষা যে সহজ হবে না, বলাই বাহুল্য। পাওয়ার প্লে-তে ঝড় তুলছেন হেড, অভিষেক শর্মারা। তাঁদের আগ্রাসনের বিরুদ্ধে ইশান্ত শর্মা, খলিল আমেদদের পরীক্ষা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -