মুম্বই: আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে একমাত্র দল, যেই দলের হারের পরও সেই দলের সমর্থকরা হতাশ নন। শুধুমাত্র একজন প্লেয়ারের ভাল পারফরম্য়ান্সের দিকেই তাকিয়ে গোটা শিবির। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের অভ্যন্তরীন ঝামেলা যেন বারবার বাড়িয়ে দিচ্ছেন তাঁদের সমর্থকরাই। দলের অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) মেনে নিতে পারছেন না সমর্থকদের একাংশ। মাঠেই হার্দিকের বিরুদ্ধে কুটূক্তি উড়ে এসেছে গ্যালারি থেকে। উল্টো রোহিত শর্মার হয়ে গলা ফাটিয়েছেন সবাই। এবার মুম্বই বিমানবন্দরে রোহিতদের দেখেই উচ্ছ্বাসে মেতে উঠলেন মুম্বই সমর্থকরা। 


 






প্রথম ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও হার হজম করতে হয়েছিল। আগামী ১ এপ্রিল নিজেদের প্রথম হোম ম্য়াচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। তার আগে মুম্বই বিমানবন্দরে পা রাখল হার্দিক পাণ্ড্যর দল। বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক। না, বলা ভাল রোহিত শর্মার সমর্থক। হিটম্য়ানের পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন অনেকে। রোহিত বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই সবাই বলে ওঠেন, ''দেখো দেখো ও আ গায়া...''। ডন ছবির বিখ্যাত গান পিয়া তু অব তু আ জা...গানের সেই বিখ্যাত লাইনটি বলে ওঠেন। এর থেকেই বোঝা যায় যে রোহিতকে নিয়ে মুম্বই সমর্থকদের আবেগ কতটা।


কিছুদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে দুশোতম ম্য়াচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই ভিডিও-র ক্যাপশনে আইপিএলের তরফে লেখা হয়, 'রোহিতের মাইলফলক স্পর্শ করার দিন বিশেষ এক মুহূর্ত। রোহিতের হাতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর দুশোতম আইপিএল ম্যাচের জন্য বিশেষ জার্সি তুলে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।' 


উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আইপিএল খেলে আসছেন রোহিত শর্মা। ২০১১ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের জার্সিতে খেলে এসেছেন রোহিত। কিন্তু ২০১১ সালে নিলামে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়ে নেয় রোহিতকে। আর ২০১৩ সাল থেকে অধিনায়ক ছিলেন হিটম্য়ান। দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়নও করেছেন। তবে এই মরশুম শুরুর আগে হার্দিককে ক্যাপ্টেন করে মুম্বই ইন্ডিয়ান্স।