জয়পুর: কোনও দিন আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অধরা লক্ষ্যপূরণের উদ্দেশে এবার অভিযানে নেমেছে দিল্লি ক্যাপিটালস। চোট সারিয়ে দীর্ঘ ১৪ মাস পর মাঠে ফিরেছেন ঋষভ পন্থ। তাঁর নেতৃত্বেই খেলছে দিল্লি। তবে টুর্নামেন্টের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে যাবতীয় উদ্যম। প্রথমে পাঞ্জাব কিংস, তারপর রাজস্থান রয়্যালস - পরপর দুই ম্যাচে পরাজয়ের তিক্ততা সঙ্গী হয়েছে দিল্লি ক্যাপিটালসের। সমালোচনার ঝড় উঠেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ডিরেক্টর অফ ক্রিকেট, রিকি পন্টিং কোচ। অথচ পন্থদের খেলায় তার প্রতিফলন কোথায়!


রাজস্থান রয়্যালসের কাছে পরাজয়ের পর যখন সমালোচনায় বিদ্ধ হচ্ছে দিল্লি শিবির, তখন দলের পাশে দাঁড়ালেন বোলিং কোচ জেমস হোপস। বললেন, 'বোলারদের নিয়ে খারাপ কিছু বলতে পারব না। ওরা পরিকল্পনা কাজে লাগাতে চেষ্টা করেছে। বোলিংয়ে আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তবে শেষ পাঁচ ওভারে আমরা চাপ ধরে রাখতে পারিনি। অনেকদিন পর নখিয়া এই স্তরের ম্যাচ খেলল। ম্যাচে ওর ভাল স্মৃতি রয়েছে। তবে সংখ্যা দেখলে বুঝবেন, ওর বেশিরভাগ বোলিংই ডেথ ওভারে। আমাদের আশা ও যত ম্যাচ খেলবে, উন্নতি করবে।'


রাজস্থানের জয়পুরে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে সঞ্জু স্যামসনদের কাছে ১২ রানে ম্যাচ হেরেছে দিল্লি। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৮৫/৫। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৭৩/৫ স্কোরে আটকে যায়। হোপস বলেছেন, 'ব্যাটিংয়ে আমাদের শুরুটা ভাল হয়েছিল। মাঝে একটুখানি খেই হারিয়ে ফেলি। ওরা ১০ ওভার ডেথ বোলিং করেছে আর পরিকল্পনা কাজে লাগিয়েছে।'


হোপস বলেছেন, 'একটামাত্র ম্যাচ। প্রথম ম্যাচটা নিয়ে খুব একটা ভাবছি না কারণ, আমাদের একজন বোলারকে বসিয়ে একজন ব্যাটারকে জায়গা করে দিতে হয়েছিল আর তারপরই ইশান চোট পেয়ে যায়। আমি একটা ম্যাচের ফলের ওপর নির্ভর করে কড়া কথা বলতে পারছি না।'


দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। বিশাখাপত্তনমে। যে মাঠে এবার ঘরের মাঠ হিসাবে বেশ কয়েকটি ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। তবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে খেলতে হবে দিল্লিকে। পরীক্ষা ক্রমশ কঠিন হচ্ছে দিল্লি ক্যাপিটালসের।


আরও পড়ুন: ২০ বছর পর পর্দায় ফের একসঙ্গে সৌরভ-ডোনা, স্ত্রীকে কী চমক দিলেন দাদা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে