সন্দীপ সরকার, কলকাতা: প্রায় বিশ বছর আগের ঘটনা। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যিনি গড়াপেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে নতুন করে বিশ্বাসের সুতোয় গেঁথেছেন। তুলে এনেছেন যুবরাজ সিংহ, জাহির খান, হরভজন সিংহ, বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফদের মতো মণিমাণিক্যকে। সেই সময় একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)। একটি বিখ্যাত বেকারি সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিলেন সৌরভ ও ডোনা।


তার প্রায় ২০ বছর পরে পর্দায় ফিরল সেই ম্যাজিক। সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এক সময় ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ফার্স্ট কাপল ছিলেন। একজন কিংবদন্তি ক্রিকেটার। পরে ক্রিকেট প্রশাসনে এসেও নিয়েছেন একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত। অন্যজন বিখ্যাত নৃত্যশিল্পী। তারকা জুটিকে ফের একসঙ্গে দেখা গেল এক বিজ্ঞাপনে। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বিজ্ঞাপনে দেখা গেল সৌরভ-ডোনার রসায়ন।


বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, সৌরভ স্ত্রীকে না জানিয়ে এয়ার কন্ডিশনার অর্ডার করেছেন। তবে রয়েছেন বেশ ভয়ে। ডোনার পছন্দ হবে তো? এসি মেশিন ডেলিভারির সময় সংস্থার প্রতিনিধিদেরও সেই সংশয়ের কথা বলছেন সৌরভ। তাঁর কথায়, 'বাড়ির সব জিনিস কেনা হয় ডোনার পছন্দে। এই প্রথম আমার পছন্দে কিছু লাগানো হচ্ছে।' যদিও বিজ্ঞাপনে সেই প্রতিনিধি সৌরভকে আশ্বস্ত করেন, ডোনার নিশ্চয়ই ভাল লাগবে। শেষ পর্যন্ত কী হল? সৌরভের সারপ্রাইজে কি মন ভরল ডোনার? বিজ্ঞাপনেই দেখানো হয়েছে সেই কাহিনি।


পর্দায় সৌরভের পরনে কালো ফুল শার্ট। চোখে চশমা। ইদানীং বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজাদের আদলে দাঁড়ি রাখছেন বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত বাঁহাতি। ডোনা পরে রয়েছেন সবুজ শেডের চুড়িদার। ওড়না। দুজনের চোখের চশমাতেও যেন সাদৃশ্য। ডোনা নিজেই সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছিলেন।


সৌরভ-ডোনাকে প্রায় দু'দশক পরে পর্দায় দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। মাঝে একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল সৌরভ ও কন্যা সানাকে। এবার স্ত্রীর সঙ্গে পর্দায় ফিরলেন মহারাজ।


আইপিএল শুরু হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। আপাতত দলের পারফরম্যান্স নিয়েই মনোযোগী দাদা। কীভাবে টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস ভাল ফল করে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই নকশা কষছেন সৌরভ।


তারই মাঝে অবশ্য দাদার অনুরাগীরা মজেছেন পর্দায় সৌরভ-ডোনার রসায়নে।


আরও পড়ুন: আইপিএলে ব্যাটে ঝড়, অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন হায়দরাবাদের বিদেশি ক্রিকেটার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে