নয়াদিল্লি: হঠাৎ করেই যেন টেবিলের নীচের দিকে থাকা দলগুলো জ্বলে উঠেছে। বেঙ্গালুরু জয় পেয়েছে। গতকাল পাঞ্জাব আর আজ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) প্রথমে ব্যাটিং করতে নেমে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলে নিল পন্থের দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ২৫৭ রান তুলল তারা। ওপেনিংয়ে নেমে মাত্র ২৭ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক (Jake Fresar Mcgurk)। ক্যামিও ইনিংস খেললন শাই হোপ ও ত্রিস্টান স্টাবস। মুম্বই (Mumbai Indians) বোলারদের মধ্যে একমাত্র বুমরা ছাড়া আর কোনও বোলারকেই রেয়াত করলেন না দিল্লি ব্যাটাররা।


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি এদিন পৃথ্বী শ-কে বসিয়ে খেলিয়েছিল কুমার কুশাগ্রকে। অন্য়দিকে মুুম্বই ইন্ডিয়ান্সও একটি বদল করেছিল। গোয়েৎজের পরিবর্তে লিউক উডকে খেলানো হয়েছিল। ওপেনিংয়ে পৃথ্বী না থাকায় এদিন অভিষেক পোড়েল নামেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের সঙ্গে। শুরু থেকেই অস্ট্রেলিয়ার ২২ বছরের তরুণ মারমুখি ব্যাটিং করছিলেন। মাত্র ১৫ বলে অর্ধশতরানের ইনিংস খেলেন প্রথমে জ্যাক। উল্টোদিকে অভিষেক সঙ্গ দিচ্ছিলেন তাঁকে। কিন্তু জ্যাকের রান তোলার গতির সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না তিনি। পাওয়ার প্লে-তে একশোর কাছে স্কোর পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত ৭.৩ ওভারে দলের স্কোর যখন ১১৪, তখন প্রথম উইকেটের পতন হয় দিল্লির। ১১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়ে ২৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ম্য়াকগুর্ক। তিনি ফিরে যাওয়ার পর কিছুটা রানের গতি কমে যায়। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন অভিষেক পোড়েল। এরপর শাই হোপ এসে ঝোড়ো একটা ১৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। পন্থ ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হন। লোয়ার অর্ডারে নেমে সবচেয়ে বেশি মারমুখি ছিলেন ত্রিস্টান স্টাবস। এদিন অল্পের জন্য নিজের অর্ধশতরান পূরণ করতে পারলেন না তিনি। ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থেকে যান স্টাবস। 


যশপ্রীত বুমরা ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১ উইকেট নেন। লিউক উড ৪ ওভারে ১ উইকেট নিলেও ৬৮ রান খরচ করেন। হার্দিক ২ ওভারে ৪১ রান খরচ করেও কোনও উইকেট পাননি।